দেশে প্রথম পুরস্কার পেয়ে মাকে উৎসর্গ করলেন ‘আদিম’ নির্মাতা
৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গত বছরের সেপ্টেম্বরে স্পেশাল জুরি পুরস্কার জিতেছে নির্মাতা যুবরাজ শামীমের সিনেমা ‘আদিম’। এই উৎসবে নেটপ্যাক জুরি পুরস্কারও পেয়েছে সিনেমাটি। এরপর বাইরের আরও কয়েকটি চলচ্চিত্র উৎসবে সিনেমাটি পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে। এবার দেশে প্রথম কোনো পুরস্কার পেল এই সিনেমা।
ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) হীরালাল সেন পদক-১৪৩০ পেয়েছে ‘আদিম’। এই পুরস্কার প্রদানের মাধ্যমে বাংলা ভাষার বড় এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে উৎসবের সমাপনী আয়োজনে নির্মাতা যুবরাজ শামীমের হাতে ‘হীরালাল সেন পদক-১৪৩০’ তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন।
পুরস্কার প্রাপ্তির পর যুবরাজ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘মস্কোসহ বিশ্বের বহু জায়গায় পুরস্কৃত হয়েছে আদিম, কিন্তু নিজের দেশে এটিই আমার প্রথম পুরস্কার। আদিমের পাওয়া এই পুরস্কারটি আমি আমার মা সখিনা বেগমকে উৎসর্গ করছি।’
এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন টেলিভিশন বিজ্ঞাপন এবং চলচ্চিত্র নির্মাতা পিপলু আর খানসহ অনেকে।
উৎসবে বিশেষ পুরস্কার দেওয়া হয় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। পুরস্কারটি গ্রহণ করেন ছবিটির নির্বাহী প্রযোজক ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।
‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০’ শীর্ষক পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয় ১২ ফেব্রুয়ারি। উৎসবে দেখানো হয়েছে নতুন ও পুরোনো মিলিয়ে ২০টি বাংলা ছবি। শেষ দিন দেখানো হয় ‘আদিম’সহ চারটি ছবি। অন্য ছবিগুলো হলো ‘হুব্বা’, ‘ডিয়ার মাদার’ ও ‘দহন’।
২০০২ সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ‘ভাষা আন্দোলনের ৫০ বছর: চলচ্চিত্রে বাংলার মুখ’ শিরোনামে চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল। সেই আয়োজনই আজ পরিচিতি পেয়েছে ‘আমার ভাষার চলচ্চিত্র’ নামে। ২০০২ সাল থেকে এ উৎসবের ২১টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। এবার বসেছে উৎসবের ২২তম আসর।