আলোচিত এই ১০ সিনেমা দেখেছেন কি?

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তি পাওয়া অনেক সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে, কোনো সিনেমা আবার পেয়েছে সমালোচকদের প্রশংসা। কোলাজ
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তি পাওয়া অনেক সিনেমা বক্স অফিসে সাফল্য পেয়েছে, কোনো সিনেমা আবার পেয়েছে সমালোচকদের প্রশংসা। এর মধ্যে উল্লেখযোগ্য ১০টি চলচ্চিত্র নিয়ে এই প্রতিবেদন। তালিকা তৈরির ক্ষেত্রে শুধু ওটিটি প্ল্যাটফর্মে থাকা সিনেমাগুলো বিবেচনায় নেওয়া হয়েছে।

‘চ্যালেঞ্জার্স’
আবেগকে কেন্দ্র করে তৈরি হওয়া জটিলতা পর্দায় তুলে ধরা আর দুর্দান্ত ভিজ্যুয়ালসের জন্য পরিচিত ইতালীয় নির্মাতা লুকা গুদানিনো। গত কয়েক বছরে ‘কল মি বাই ইয়োর নেম’, ‘বোনস অ্যান্ড অল’-এর মতো সিনেমা বানিয়ে সমালোচকদের প্রিয়পাত্র বনে গেছেন তিনি।

‘চ্যালেঞ্জার্স’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

চলতি বছর তাঁর নতুন সিনেমা ‘চ্যালেঞ্জার্স’ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। রোমান্টিক স্পোর্টস ড্রামা ঘরানার ছবিটি আদতে ত্রিভুজ প্রেমের গল্প। চোটগ্রস্ত টেনিস খেলোয়াড় তাশি ডানকান কোচ বনে যান।

আরও পড়ুন

তাঁর স্বামী চ্যাম্পিয়ন টেনিস তারকা, তাশির সাবেক প্রেমিকও টেনিস খেলেন। এ তিনজনের সম্পর্কের জটিলতার গল্প নিয়ে ছবিটি। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জেনডায়া, জশ ও’কনর ও মাইক ফেইস্ট। প্রধান তিন শিল্পীর পারফরম্যান্স, গুদানিনোর পরিচালনা আর জমাটি গল্পের বুননের কারণে সমালোচকদের মতো চলতি বছর মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে অন্যতম সেরা এটি। ছবিটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

‘ডিউন: পার্ট ২’
তিন বছর আগে প্রথম কিস্তি মুক্তির পর থেকেই অপেক্ষায় ছিলেন সিনেমাপ্রেমীরা। অবশেষে গত ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ডেনিস ভিলেনিউভের ‘ডিউন: পার্ট ২’। মুক্তির পরই দলে দলে প্রেক্ষাগৃহে ছুটেছেন ভক্তরা। চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা করা সিনেমা এটি। বক্স অফিসে সাফল্যের সঙ্গে সিনেমাটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সমালোচকেরা।

‘ডিউন: পার্ট ২’–এর দৃশ্য। আইএমডিবি

তাঁরা বলছেন, পরিচালক যেভাবে গল্পের সঙ্গে অ্যাকশন, আবহ সংগীত মিলিয়ে দৃশ্যকল্প তৈরি করেছেন, সেটা মনে রাখার মতো। ছবির প্রধান চরিত্রে হালের আলোচিত তরুণ অভিনেতা টিমোথি শ্যালামেরও তারিফ করেছেন দর্শক-সমালোচক। তিনি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন জেনডায়া, রেবেকা ফার্গুসন, অস্টিন বাটলার, ফ্লোরেন্স পিউ, লিয়া সেদুঁর মতো তারকা। ছবিটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

আরও পড়ুন

‘সিভিল ওয়ার’
‘ডিউন: পার্ট ২’-এর মতো এ ছবিও বক্স অফিসে বাণিজ্য, সমালোচকদের প্রশংসা—দুই-ই পেয়েছে। অ্যালেক্স গারল্যান্ডের সিনেমাটিতে আলোকচিত্রীর চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টেন ডানস্ট। ডিস্টোপিয়ান থ্রিলার ঘরানার ছবিটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। পোস্ট-অ্যাপোক্যালিপটিক দুনিয়ার প্রতি নির্মাতার প্রবল আকর্ষণ আছে, গারল্যান্ডের সিনেমার দর্শকমাত্রই তা জানেন।

‘সিভিল ওয়ার’–এ ক্রিস্টেন ডানস্ট। ছবি: আইএমডিবি

এ সিনেমাও তার ব্যতিক্রম নয়। তবে বর্তমান সময়ে যুদ্ধ যখন সারা দুনিয়ার অনেক জায়গাতেই নিত্যদিনের ঘটনা, ছবিটিকে তাই এই সময়ের বয়ানও বলা যেতে পারে। যুদ্ধের কারণে উদ্বাস্তু হওয়া মানুষ, মৌলবাদ, ক্ষমতালোভী রাজনীতিবিদ—সবই আছে এ সিনেমায়। সিভিল ওয়ার দেখতে দেখতে তাই আপনার মনে হতে পারে, সকালে দেখা দৈনিক পত্রিকার খবরের ভিডিও চিত্রই বুঝি দেখছেন!

‘ব্যাড ফেইথ’
খ্রিষ্টান জাতীয়তাবাদ কীভাবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রবিরোধী শক্তিতে পরিণত হয়েছে, তা নিয়েই চলতি বছরের  আলোচিত তথ্যচিত্রটি। স্টিফেন উজাকি ও ক্রিস জোন্স পরিচালিত তথ্যচিত্রটি দেখা যাচ্ছে অ্যাপল টিভি প্লাসে। সমালোচকেরা বলছেন, ৯০ মিনিটের তথ্যচিত্রটিতে মার্কিন রাজনীতির একটি নতুন দিক প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। তথ্যচিত্রটির নির্মাণ এতটাই ছাপ ফেলার মতো যে এটির প্রভাব হতে পারে সুদূরপ্রসারী।

‘ইয়ো ক্যাপিটানো’ সিনেমার পোস্টার। আইএমডিবি

‘ইয়ো ক্যাপিটানো’
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে যেকোনো উপায়ে ইউরোপে পাড়ি দিতে মরিয়া মানুষের অভাব নেই। ইউরোপে পাড়ি দিতে গিয়ে নানা ধরনের ঘটনার খবর প্রায়ই সংবাদমাধ্যমে আসে। তেমনই এক সত্য ঘটনার প্রেরণায় তৈরি হয়েছে ইতালি, বেলজিয়াম ও ফ্রান্সের যৌথ প্রযোজনার ছবিটি। মাত্তেও গ্যারোনে পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন সেদু সার, মোস্তফা ফাল প্রমুখ। ছবিটিতে নির্মাতা যেভাবে শরণার্থীসমস্যার গভীরে পৌঁছানোর চেষ্টা করেছেন, সেটার প্রশংসা করেছেন সমালোচকেরা। এ ছাড়া ছবিটির সিনেমাটোগ্রাফি, বাস্তবঘেঁষা অভিনয় ছুঁয়ে গেছে দর্শকদের। ছবিটি দেখা যাচ্ছে অ্যাপল টিভি প্লাসে।

‘লাভ লাইজ ব্লিডিং’
বডি বিল্ডিংয়ের ধূসর দিক নিয়ে নির্মিত সিনেমাটি সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে নিরীক্ষাধর্মী কাজের জন্য নির্মাতা রোজ গ্লাস প্রশংসিত হয়েছেন। সিনেমার মধ্যে অনেক সমালোচক জেমস এম কেইন, জিম থম্পসন, ডেভিড লিঞ্চ, কোয়েন ভ্রাতৃদ্বয়ের কাজের ছায়া খুঁজে পেয়েছেন। আলোচিত এ ছবিতে অভিনয় করেছেন ক্রিস্টেন স্টুয়াট, আন্না বারিসনিকভ। ছবিটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

‘ইভিল ডাজ নট এক্সিস্ট’ সিনেমার পোস্টার। আইএমডিবি

‘ইভিল ডাজ নট এক্সিস্ট’
‘ড্রাইভ মাই কার’-এর পর বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন জাপানি নির্মাতা রেসুকে হামাগুছি। ড্রামা ঘরানার তাঁর এই নতুন ছবি নির্মাতা তৈরি করেছেন অপেশাদার অভিনয়শিল্পীদের নিয়ে। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ছবিটি দেখা যাচ্ছে মুবিতে। ধীরগতির ছবিটিতে নির্মাতা আধুনিক সভ্যতা আর প্রকৃতির ‘লড়াই’ নিয়ে নতুন চিন্তার খোরাক জুগিয়েছেন। নিরীক্ষাধর্মী সিনেমা যাঁরা পছন্দ করেন, এ ছবি তাঁদের ভালো লাগতে পারে।

‘দ্য বিস্ট’
আলোচিত ফারসি নির্মাতা বেখতো বোনেলুর সায়েন্স ফিকশন রোমান্টিক সিনেমাটি নিয়ে চলতি বছর অনেক সমালোচকই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মুবি প্ল্যাটফর্মে থাকা সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিয়া সেদুঁ। সিনেমায় এমন এক ভবিষ্যতের গল্প বলা হয়েছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সবার জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে; সেই সময়ে মানুষের আবেগকে বিবেচনা করা হয় সবচেয়ে বড় হুমকি হিসেবে। এমন জটিল গল্পকে পর্দায় উপস্থাপনে মুনশিয়ানার পরিচয় দিয়েছেন নির্মাতা। ছবিটি অনেকটা ধাঁধা মেলানোর মতো, যার রস আস্বাদন করতে হলে দর্শকের পূর্ণ মনোযোগ দরকার।

‘ময়দান’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘ময়দান’
গত এক দশকে ভারতে খেলা নিয়ে প্রচুর সিনেমা তৈরি হয়েছে, খেলোয়াড়দের বায়োপিকের সংখ্যাও কম নয়। তবে সব সিনেমার মধ্যেও যেন উজ্জ্বল ব্যতিক্রম অমিত রবীন্দ্রনাথ শর্মার ময়দান। মুক্তির পর বেশির ভাগ সমালোচকের মত, খেলা নিয়ে ভারতের অন্যতম সেরা সিনেমা এটি। ময়দান আদতে তৈরি হয়েছে ভারতীয় ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের জীবন অবলম্বনে। ছবিতে অভিনয়শিল্পীদের পারফরম্যান্স, ১৯৫০-৬০-এর কলকাতাকে বিশ্বাসযোগ্যভাবে পর্দায় তুলে ধরা, সিনেমাটোগ্রাফির প্রশংসা করেছেন সমালোচকেরা। অন্য অনেক হিন্দি বায়োপিকের মতো এটিতে অতি বাণিজ্যিকীকরণ করার চেষ্টা না করে, গল্পকে বাস্তবসম্মতভাবে এগিয়ে নিয়ে গেছেন। এ জন্য বিশেষভাবে প্রশংসিত হয়েছেন নির্মাতা। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। এটি দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে।

‘এলএসডি ২’
সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি আর ক্যামেরার প্রতি দাসত্ব নিয়ে দিবাকর ব্যানার্জির ছবি এলএসডি ২। ছবিটিতে রয়েছে তিনটি পর্ব লাইক, শেয়ার ও ডাউনলোড। সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত মানুষের গল্প তুলে ধরতে গিয়ে দিবাকর ছবিতে তুলে ধরেছেন লিঙ্গবৈষম্য, করপোরেট দুর্নীতি, জেন-জির জীবনযাপনসহ আরও অনেক কিছু্ই। নির্মাণের জন্যও প্রশংসিত হয়েছে ‘এলএসডি ২’।

‘এলএসডি ২’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

পুরো ছবিটি এমনভাবে তৈরি হয়েছে, যা দেখে আপনার মনে হবে, ইনস্টা ফিড দেখছেন। অনেক প্রশ্ন উসকে দেওয়া ছবিটিতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি,‍ পরিতোষ তিওয়ারি, বনিতা রাজপুরহিত, অভিনব সিং, স্বরূপ ঘোষ প্রমুখ। এটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে।

তথ্যসূত্র: বিবিসি, ভ্যারাইটি, আইএমডিবি