মেকআপের বাইরে যে জীবনটা আমরা যাপন করি, সেটা অনেক কঠিন...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন, প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।

১ / ৪
ছোট পর্দার অভিনয়শিল্পী দীপা খন্দকার বড় পর্দায়ও কাজ করেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। বিভিন্ন সময় নানান ইস্যু নিয়ে কথা বলেন এই অভিনয়শিল্পী। সোমবার নিজের ফেসবুকে লিখেছেন বাস্তব জীবনের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও রূপসজ্জার জীবনের পার্থক্য প্রসঙ্গে। তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া আর মেকআপের বাইরে যে জীবনটা আমরা যাপন করি, সেটা অনেক কঠিন নিষ্ঠুর আর সেটাই বাস্তবতা।’
২ / ৪
নাটক পরিচালনা করে কয়েক বছর ধরে প্রশংসা কুড়িয়েছেন রাফাত মজুমদার। তাঁর পরিচালিত নাটকে বর্তমান সময়ের জনপ্রিয় সব তারকারাই অভিনয় করেছেন। এই পরিচালক তাঁর নাটকে সমাজের বিভিন্ন অসংগতিও তুলে ধরার চেষ্টাও করেন। তিনি আজ ফেসবুকে লিখেছেন, ‘জীবনের পথ যত কঠিনই হোক, আপনার বিশ্বাসই আপনার পথপ্রদর্শক।’
৩ / ৪
সম্প্রতি পেশাদার অভিনয়জীবনের ২৫ বছর পূর্ণ করেছেন নাদিয়া আহমেদ। অভিনেত্রী ও নৃত্যশিল্পীকে ভালোবাসা দিবসের একটি অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যাবে। সচরাচর তিনি উপস্থাপনা করেন না। এই অভিনয় ও নৃত্যশিল্পী ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে গানের দুটি লাইন, ‘আমি দূর হতে তোমারে দেখেছি…আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি’ জুড়ে দিয়েছেন।
৪ / ৪
মডেল ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে একটি অনুষ্ঠানে অংশ নিতে তাঁর এই যাওয়া। অনুষ্ঠানে অংশ নেওয়ার ফাঁকে ঘোরাঘুরিও করছেন। ঘোরাঘুরির সেসব স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করছেন। এবারই প্রথম বরফ দেখার অভিজ্ঞতাও হয়েছে। নিউইয়র্কে বরফঢাকা সড়কের কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে দীঘি লিখেছেন, ‘আমার জীবনের প্রথম বরফ দেখার অভিজ্ঞতা।’