ঈদের দিনে কী থাকছে টেলিভিশনে–পর্ব ২
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তিন দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
এনটিভি
সকাল ৯টায় বিশেষ নাটক অ্যালগরিদম। অভিনয়ে তাহসান খান, অর্চিতা স্পর্শিয়া। সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা সেরা নায়ক। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ২৫ মিনিটে টেলিফিল্ম স্বাতী নক্ষত্রের আলোয়। অভিনয়ে তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ, শবনম ফারিয়া। বিকেল ৫টা ১৫ মিনিটে লোকগানের বিশেষ অনুষ্ঠান ‘মহাজনের গান’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘ভালোবাসি তোমায়’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ব্যালান্স। অভিনয়ে ফজলুর রহমান বাবু, সাব্বির অর্ণব, মুনমুন আহমেদ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক টাকা। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনুভা তিশা। রাত ৯টায় বাংলায় ডাব করা সিরিজ কুরুলুস ওসমান গাজী। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক চাকুরী নয় চাকর। অভিনয়ে আফরান নিশো, নাজিবা বাশার। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ভয়েস ক্লিপ। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, ইমতিয়াজ। রাত ১২টা ২৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘ভালোবাসি তোমায়’।
একুশে টিভি
সকাল ৯টা ৩০ মিনিটে সিনেমা প্রিয়া আমার প্রিয়া। অভিনয়ে শাকিব খান, সাহারা। দুপুর ১২টায় ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ঈদ Buzz’। বেলা ১টায় ঈদের বিশেষ নাটক কি কথা তাহার সাথে। অভিনয়ে স্পর্শিয়া। বেলা ১টা ৩০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক পিরিতের দোকানদারী। অভিনয়ে আনিসুর রহমান মিলন, ফারজানা জয়া। বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা মাটির ঠিকানা। অভিনয়ে শাকিব, পূর্ণিমা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক সফদর ডাক্তার। অভিনয়ে আরফান, ঊর্মিলা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক ভাই খুব সেনসেটিভ-২। অভিনয়ে সৈয়দ শিপলু, জয়শ্রী কর। রাত ৮টায় একক নাটক লাভ গেম। অভিনয়ে ইরফান সাজ্জাদ, নাদিয়া মিম। রাত ৯টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক প্যারা নাই চিল। অভিনয়ে মারজুক রাসেল, মুকিত জাকারিয়া, সাজু খাদেম। রাত ১০টায় একক নাটক জোর করে বিয়ে। অভিনয়ে নিলয় আলমগীর, চমক। রাত ১১টা ২০ মিনিটে ঈদের বিশেষ সরাসরি সংগীতানুষ্ঠান ‘ফোনো লাইভ স্টুডিও কনসার্ট’। শিল্পী অংকন ও কামরুজ্জামান রাব্বি।
মাছরাঙা টেলিভিশন
বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা মোল্লা বাড়ির বউ। অভিনয়ে রিয়াজ, মৌসুমী, শাবনূর। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক পূর্ব পশ্চিম। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী মৌ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক চরিত্র সনদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ঊর্মিলা। রাত ৮টায় বিশেষ অনুষ্ঠান ‘হিট ফোক সংস বাই ম্যাজিক বাউলিয়ানা’। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক হাউকাউ। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ১০টা ২০ মিনিটে নাটক পড়শি যদি আমায় ছুঁতো। অভিনয়ে খায়রুল বাসার, রোদসী। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ডোন্ট কল মি কাকা। অভিনয়ে শামীম হাসান সরকার, সারিকা সাবাহ।
বৈশাখী টেলিভিশন
দুপুর ১২টা ৩০ মিনিটে নাটকের হাস্যরস ও ফান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ফানি মোমেন্ট’। বেলা ১টায় ‘শুধু সিনেমার গান’। বেলা ১টা ৩০ মিনিটে ‘নাটকের গান’। বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা মায়ের জিহাদ। অভিনয়ে ফেরদৌস, শাবনূর। বিকেল ৫টা ১৫ মিনিটে ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক পরিপূর্ণ ভালোবাসা। অভিনয়ে মুকিত জাকারিয়া, ঊর্মিলা, মৌমিতা মৌ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক বিশেষ বিউটি পারলার। অভিনয়ে জাহিদ হাসান, পূর্ণিমা বৃষ্টি। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক বডিগার্ড। অভিনয়ে অমিত হাসান, ডন, আঁচল। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক বিসর্জন। অভিনয়ে এফ এস নাঈম, নাজিয়া হক অর্ষা। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক শিয়াল বাড়ি-৩। অভিনয়ে রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক কোরবানীর বিরাট হাট। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম।