আর টিভিতে ও নাগরিক টিভিতে ‘বিদ্রোহে-বিপ্লবে’
ছাত্র–জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। বিদ্রোহের সেই সব উত্তাল দিনের বীরত্বগাথা নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘বিদ্রোহে–বিপ্লবে: ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তথ্যচিত্রটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি ও সালেহ সোবহান অনীম।
তথ্যচিত্রটি আগামীকাল বুধবার বেলা ১টা ৩৫ মিনিটে আরটিভিতে এবং রাত ৮টায় নাগরিক টিভিতে প্রচারিত হবে।