ভিউ, লাইক–কমেন্ট নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া

শুটিংয়ের ফাঁকে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। ছবি: ফেসবুক

বিচিত্র সব চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। এই অভিনেতাকে এবার ব্লগার চরিত্রে দেখা যাবে। যিনি টিকটক, ফেসবুক লাইভ নিয়ে সারাক্ষণ প্রতিযোগিতায় ব্যস্ত থাকেন। মূলত একজন ব্লগারের সংসার ও জীবনের টানাপোড়েন দেখানো হয়েছে নাটকে। শুধু তা–ই নয়, গল্পে তাঁর স্ত্রীও টিকটক, ফেসবুক নিয়ে ব্লগিং নিয়ে ব্যস্ত থাকেন। এই নাটকের নাম ‘জামাই বউ ব্লগার।’

মোশাররফ করিম
ছবি: সংগৃহীত

নাটকটি সম্পর্কে জানা যায়, কে বেশি ভিউ পেল এই নিয়েই প্রতিযোগিতায় মেতে ওঠেন স্বামী-স্ত্রী। তাঁদের মূল লক্ষ্য থাকে একে অন্যকে ছাড়িয়ে যাওয়া। লাইক, কমেন্ট–ভিউ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য লেগেই থাকে। এমন গল্পের নাটকটি পরিচালনা করেছেন অভ্র মাহমুদ।

তানিয়া বৃষ্টি
ছবি: ফেসবুক

এই পরিচালক জানান, বর্তমান সময়ে মানুষ একের পর এক লাইক–কমেন্ট–ভিউয়ের পেছনে ছুটছেন। এর মধ্য দিয়ে ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রতিযোগিতা একটা নেশার মতো হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘মানুষের মধ্যে অনলাইন নিয়ে প্রতিযোগিতা বাড়ছে। সেই গল্পটা একটি পরিবারের মধ্য দিয়ে দেখিয়েছি। যেখানে স্বামী–স্ত্রী ভিউয়ের নিজেদের সম্পর্ক নষ্ট করেন। ব্লগার হিসেবে কেউ কারও থেকে ভালো করলেই লেগে যায় ঝগড়াঝাঁটি, চলে মানসিক দ্বন্দ্ব। এতে সামনে চলে আসে ব্যক্তিগত নানা ঘটনা।’

এর আগে ‘জায়গায় ব্রেক’ নাটকে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি প্রশংসিত হয়েছিলেন। ছবি: ফেসবুক

সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। এটি লিখেছেন মেহেদি হাসান। পরিচালক জানালেন, নাটকটি ঈদুল ফিতরে প্রচারিত হবে। পরিচালক আরও জানান, সমসাময়িক এই গল্পে পরিবারের ভিউ নিয়ে দৌরাত্ম্যের গল্পটি একটু হলেও দর্শকদের সচেতনতার বার্তা দেবে।