তারকাদের মধ্যে সেরা করদাতা কারা?
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বছর সেরা করদাতাদের তালিকা ঘোষণা করেছে। এই তালিকায় দুটি শাখায় বিনোদন অঙ্গনের ছয় তারকার নাম রয়েছে। ‘গায়ক ও গায়িকা’ শাখায় সেরা করদাতা হয়েছেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। অভিনেতা ও অভিনেত্রী শাখায় সেরা করদাতারা হয়েছেন অভিনেতা মাহফুজ আহমেদ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও অভিনেতা পীযুষ বন্দোপাধ্যায়।
গত বছর ‘অভিনেতা ও অভিনেত্রী’ শাখায় সেরা করদাতা হয়েছিলেন সুবর্ণা মুস্তাফা, বিদ্যা সিনহা সাহা মিম ও বাবুল আহমেদ। সংগীতশিল্পীদের মধ্যে গায়ক ও গায়িকাদের মধ্যে সেরা হয়েছিলেন তাহসান রহমান খান, এস ডি রুবেল ও কুমার বিশ্বজিৎ। এবারও তাঁরাই এই শাখায় সেরা হয়েছেন।
ট্যাক্স কার্ড পাওয়া ব্যক্তিরা রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা পাবেন। তাঁদের জন্য বরাদ্দ রাখা হবে বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ, তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিংয়ে অগ্রাধিকার। পাশাপাশি কর কার্ডধারী নিজে ও তাঁর স্ত্রী বা স্বামী, নির্ভরশীল সন্তানের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। থাকছে আকাশ, রেল ও জলপথে সরকারি যানবাহনে টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার এবং জাতীয় অনুষ্ঠান, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার কর্তৃক আয়োজিত সংবর্ধনায় আমন্ত্রণ।
জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য সাংবাদিকসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এরই মধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য পাওয়া গেছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর।
ব্যক্তিপর্যায়ে ট্যাক্স কার্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে বিশেষ শ্রেণিতে পাঁচটি ক্যাটাগরি রয়েছে—সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ। আর আয়ের উৎস বা পেশার মধ্যে ক্যাটাগরি ১৩টি—ব্যবসায়ী, বেতনভোগী, ডাক্তার, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা ও অভিনেত্রী, শিল্পী (গায়ক ও গায়িকা) এবং অন্যান্য। জানা যায়, এবার সব মিলিয়ে বিভিন্ন পেশাজীবী শ্রেণিতে ৭৫ জন করদাতাকে কর কার্ড দিচ্ছে এনবিআর। পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানও এ সম্মাননা পাচ্ছে। ২০২০-২১ কর বছরের জন্য কর কার্ড দেওয়া হচ্ছে।
২০২০-২১ অর্থবছরের (২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত) দেওয়া করের ভিত্তিতে এ বছরের সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর। আজ বুধবার বিভিন্ন শ্রেণিতে এ বছরের সেরা করদাতাদের তালিকা প্রকাশ করে কতৃপক্ষ।