বৈশাখীতে ‘ক্ষমা করে দিয়ো’, দীপ্ততে ‘ক্রিমিনালস’

‘ক্ষমা করে দিয়ো’ নাটকে জাহিদ হাসান ও ভাবনা। ছবি: বৈশাখী টিভির সৌজন্যে
সাত দিনব্যাপী ঈদ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
আরও পড়ুন

বৈশাখী
বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক ‘বিবাহ অভিযান’। অভিনয়ে জাহের আলভী, জেবা জান্নাত। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘বিউটি এখন নায়িকা। অভিনয়ে অ্যালেন শুভ্র, সারিকা। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক ‘সোনাভান’।

‘বিবাহ অভিযান’–এর দৃশ্য। বৈশাখী টেলিভিশনের সৌজন্যে

অভিনয়ে অর্ষা, সুমন সোম। রাত ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘বাপকা বেটা’। অভিনয়ে মীর সাব্বির, আরফান।

রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘বিক্রীত জিনিস ফেরত নহে’। অভিনয়ে মোশাররফ করিম, জুঁই। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক ‘ক্ষমা করে দিয়ো’। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা। রাত ৯টা ৫০ মিনিটে একক ‘নাটক শুধু তোমার জন্য’। অভিনয়ে মুশফিক আর ফারহান, সামিরা মাহি।

দীপ্ত টিভি
বিকেল ৪টায় ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। অভিনয়ে তানজিকা আমিন, চমক, আবু হুরায়রা তানভীর। সন্ধ্যা ৭টায় একক নাটক রিকভারি ম্যান। অভিনয়ে জোভান, মাহি। রাত ৮টায় একক নাটক ‘নগর প্রজাপতি’।

‘ক্রিমিনালস’-এর পোস্টার। ছবি: দীপ্ত প্লের সৌজন্যে

অভিনয়ে সাফা কবির, খায়রুল বাসার। রাত ৯টা ৪৫ মিনিটে ধারাবাহিক ‘বাইসাইকেল প্রেম ২’। অভিনয়ে তৌসিফ, সাবিলা। রাত ১০টা ৪৫ মিনিটে একক নাটক ‘রাত বাকি’। অভিনয়ে সাবিলা, লিমন। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘ভাগ্যরেখা’। অভিনয়ে মোশাররফ করিম, নিয়াত প্রিয়ম।

মাছরাঙা

বিকেল ৫টা ৫০ মিনিটে একক নাটক ‘প্রেম এসেছিল একবার’। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক ‘নয়শো প্রহরী’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাদিয়া। রাত ৮টায় একক নাটক লও ঠ্যালা’। অভিনয়ে জোভান, টয়া। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক ‘টিক্কা রিভেঞ্জ’। অভিনয়ে মারজুক রাসেল, তানজিকা আমিন। রাত ১০টা ২০ মিনিটে একক নাটক ‘এই ঘর এই সংসার’। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘অনন্ত প্রেম’। অভিনয়ে জোভান, সাফা কবির।