বরের সঙ্গে নতুন ছবি প্রকাশ করলেন তানজিকা

৬ ডিসেম্বর বিয়ে করেছেন অভিনয়শিল্পী তানজিকা আমিন। তাঁর এই বিয়ের আনুষ্ঠানিকতায় দুই পরিবারের কাছের মানুষেরাই ছিলেন। বিয়ের সাজে সেদিন একাধিক স্থিরচিত্র প্রকাশ করেন। চার দিনের মাথায় নতুন আরও কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন। একনজরে দেখে নেওয়া যাক সেসব স্থিরচিত্র
১ / ৬
‘হাসির সঙ্গী’ এমন ক্যাপশনে তানজিকা আমিন কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দুজনের প্রাণবন্ত হাসির স্থিরচিত্রগুলো দেখে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
২ / ৬
তানজিকা আমিনের মা ইসমত আরা মিনার বিয়ে হয় ৪০ বছর আগে। মায়ের বিয়ের ৪১ বছরে এসে মেয়ে তানজিকা বিয়ে করেছেন তাঁর মায়ের বিয়ের শাড়িটি পরে। গত শুক্রবার দুপুরে ঢাকার বেইলি রোডে তানজিকাদের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
৩ / ৬
এই অভিনয়শিল্পীর বর অস্ট্রেলিয়াপ্রবাসী, তাঁর নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন।
৪ / ৬
তানজিকা জানান, ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তাঁর পরিচয়। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। বিয়ের পর কি দেশে থাকবেন নাকি অস্ট্রেলিয়ায় চলে যাবেন? এমন প্রশ্নে তানজিকা বলেন, ‘অভিনয় তো আমার প্রাণের জায়গা। ঢাকা আমার প্রাণের শহর। তবে কিছু কারণে আমাকে তো যাওয়া–আসার মধ্যে থাকতে হবে।’
৫ / ৬
বিয়ে প্রসঙ্গে তানজিকা বলেন, ‘আমাদের শুধু আক্‌দ হয়েছে, একেবারে পারিবারিকভাবে। আত্মীয়স্বজন ছিলেন। সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব, এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।’
৬ / ৬
কবে থেকে ভাবলেন, এই বন্ধুকে বিয়ে করা যায়? ‘দুই মাস আগে ভাবলাম, এর সঙ্গে বিয়ে নিয়ে ভাবা যায়। তবে বিষয়টা পুরোপুরি পরিবারের মধ্যে ছিল। সাইফকে আমার মায়ের খুব ভালো লাগত। ভীষণ পছন্দ করতেন, আগে থেকে চিনতেনও। পারিবারিকভাবে বিয়ে নিয়ে আমার ওপর চাপও ছিল। একটা সময় এসে পারিবারিক চাপ মেনে নিতে হয়েছে। এটাও ঠিক যে আমারও তাকে ভালো লাগত। আমি জানতাম, সে খুব ভালো একজন মানুষ। মানবিক মানুষ। মনে হয়েছে, সে–ই আমার জন্য সবচেয়ে সঠিক মানুষ, যাকে জীবনসঙ্গী করা যায়’, বলেন তানজিকা আমিন।