প্রেম করা ও বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখা বন্ধ করে দিয়েছেন ফারিয়া

ফেসবুক থেকে

বছরখানেক ধরে নতুন কোনো নাটকে দেখা যায়নি শবনম ফারিয়াকে। বছরের শুরুতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে যোগ দিয়েছেন এই মডেল ও অভিনয়শিল্পী। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে কৌতুকধর্মী অনুষ্ঠানে বিচারক হিসেবেও দেখা যাচ্ছে তাঁকে। এরই মধ্যে ফারিয়ার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে তিনি জানিয়েছেন, প্রেম করা বন্ধ দিয়েছেন যেমনটা তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলাও বন্ধ করে দিয়েছেন।

শবনম ফারিয়া
ছবি : ফারিয়ার ফেসবুক থেকে

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাই গেছে বাংলাদেশ ক্রিকেট দল। গত বৃহস্পতিবার ভারতের সঙ্গে ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। এদিন ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ৪৯.৪ ওভাবে রান করেছে মাত্র ২২৮। ভারত সেই ম্যাচ জিতে নেয় ৬ উইকেট হাতে রেখে। ক্রিকেটপ্রেমী শবনম ফারিয়া এদিন তাই কিছুটা হতাশ হন। তাঁর মতে, বারবার দেখব না ভেবেও বাংলাদেশের খেলা দেখতে বসেন। কষ্টও পান।

ফারিয়া তাঁর ফেসবুকে লিখেছেন, ‘প্রেম করা আর বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বন্ধ করে দিয়েছি। এই দুইটা কাজ করে জীবনে কষ্ট ছাড়া আর কিছু পাইনি।’ স্ট্যাটাসের শেষে ফারিয়া লিখেছেন, ‘এইটা কোন ফানি স্ট্যাটাস না। এটা অনেক দুঃখের স্ট্যাটাস।’

আরও পড়ুন
শবনম ফারিয়া
ছবি : ফারিয়ার ফেসবুক থেকে

স্ট্যাটাসের সূত্র ধরে কথা হয় শবনম ফারিয়ার সঙ্গে। আজ শনিবার সকালে প্রথম আলোকে ফারিয়া বললেন, ‘মজা করে স্ট্যাটাস দিয়েছি। সিরিয়াস কিছু না। খেলা দেখছিলাম, দেখতে দেখতে একটা সময় মনে হলো—এই খেলা আর দেখব না। প্রতিবারই বাংলাদেশ দলের খেলার সময় এমন সিদ্ধান্ত নিই, আর খেলা দেখব না। এরপরও দেখি। বাংলাদেশের ক্রিকেট খেলা থাকলে আবার মন চায় দেখতে। ভাবি, দেখি না কী অবস্থা। ওই আরকি।’ আর প্রেম?

এমন প্রসঙ্গ তুলে ধরতেই ফারিয়া বললেন, ‘এখন তো বয়স হয়ে গেছে। প্রেম করার বয়সটা পার করে ফেলছি। (হাসি)’

আরও পড়ুন
হলুদ পাড়ের লাল শাড়িতে শবনম ফারিয়া।
ছবি : ফারিয়ার ফেসবুক থেকে

শবনম ফারিয়া সবশেষ অভিনয় করেন ‘ভারপ্রাপ্ত বউ’ নামের একটি নাটকে। এই নাটকে তিনি অভিনয় করেন মোশাররফ করিমের বিপরীতে। এখন চাকরির ব্যস্ততার কারণে অভিনয়ে সময় দিতে পারছেন না। শবনম ফারিয়া বললেন, ‘“ভারপ্রাপ্ত বউ” নাটকের তখন অনেক ভিউ হয়েছিল। এরপর একটা ওয়েবের কাজ করার কথা ছিল। তখন আবার আমি সময় বের করতে পারিনি। আমি আসলে অভিনয় করতে চাই। কিন্তু এখন যেহেতু চাকরি করছি, তাই অফিসের কাজ শেষে উপস্থাপনা করার সময়টা পাই। ছুটির দিনেও করতে পারি। কিন্তু নাটকের অভিনয়ে তো সারা দিন সময় দিতে হয়।’

আরও পড়ুন

খুব শিগগিরই ১২ পর্বের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন শবনম ফারিয়া। বললেন, ‘অনুষ্ঠানের ধরন অনুযায়ী মাত্র কয়েক দিনে ১২ পর্বের শুটিং করা সম্ভব। এর মধ্যে আমার সাপ্তাহিক ছুটির পাশাপাশি দুই দিন অফিস থেকে ছুটি নিয়ে পুরো কাজটা করতে পারছি। এই কারণে উপস্থাপনা সহজ। আমি কিন্তু আগেও টুকটাক উপস্থাপনা করেছি। তাই এটা দারুণ উপভোগও করছি।’