চ্যানেল আইয়ের অন্য রকম প্রতিষ্ঠাবার্ষিকী

বেলা ২টার সংবাদের পর চ্যানেল আইয়ের পর্দায় ছিল আদর আজাদ ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘লিপস্টিক’ছবি: সংগৃহীত

বেসরকারি ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আজ মঙ্গলবার, ১ অক্টোবর। বরাবরই দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের রেওয়াজ থাকলেও এবার ছিল না কোনো আনুষ্ঠানিকতা। ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু করে চ্যানেলটি।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, এবার জন্মদিনের সব আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে। চ্যানেল আই ভবন ও প্রাঙ্গণে ছিল না অন্যবারের মতো কোনো উৎসব আয়োজন। জন্মদিন আয়োজনের জন্য বরাদ্দকৃত অর্থ এবং চ্যানেল আই পরিবারের সদস্যদের এক দিনের বেতন নিবেদন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য।

তবে চ্যানেল আইয়ের পর্দায় ছিল দিনব্যাপী নানা অনুষ্ঠান। এর মধ্যে ১ অক্টোবর বেলা ২টার সংবাদের পর চ্যানেল আইয়ের পর্দায় ছিল আদর আজাদ ও পূজা চেরী অভিনীত সিনেমা ‘লিপস্টিক’।
কামরুজ্জামান রুমানের পরিচালনায় সিনেমার গল্পে দেখা যায়, ঢাকার অদূরে এক গ্রামের কিশোরী বুচি। চোখেমুখে তার নায়িকা হওয়ার স্বপ্ন। সে উদ্দেশ্যেই ঢাকায় আসা তার। সব আনুষ্ঠানিকতা প্রায় সম্পন্ন। এখন শুধু নায়িকা হওয়াটাই বাকি। নায়িকা হয়েও যান। এরপরই শুরু হয় অন্য এক জীবন।

এতে বুচি চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। একটি অতিথি চরিত্রে দেখা যাবে জায়েদ খানকে।