ঈদের ছুটিতে টেলিভিশনে যেসব বিশেষ ধারাবাহিক দেখতে পারেন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছোট পর্দার দর্শকদের জন্য থাকছে ধারাবাহিক নাটকের বিশেষ আয়োজন। আজ ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত টেলিভিশন চ্যানেলগুলো এসব ধারাবাহিক প্রচার করছে। চলুন একনজরে কিছু ধারাবাহিকের খবর জেনে নিই।
রূপবানের প্রেম: এনটিভিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দেখা যাচ্ছে ধারাবাহিক নাটক ‘রূপবানের প্রেম’। কাব্য হাসানের গল্প আর তানিন রহমানের চিত্রনাট্যে ধারাবাহিকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, সৈয়দ জামান শাওন, রূবাইয়া এশা, কচি খন্দকার, রেশমা আক্তার, শেলী আহসান, মুসাফির সৈয়দ বাচ্চু, আনন্দ খালেদ, আবদুল্লাহ রানা, অনিক, সুমন পাটোয়ারী প্রমুখ।
এক্সকিউজ মি প্লিজ: আরটিভিতে রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘এক্সকিউজ মি প্লিজ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সহিদ উন নবী। এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, শখ প্রমুখ।
কথা হবে হিসাব করে: দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘কথা হবে হিসাব করে’ দেখা যাবে রাত ৯টা ৪০ মিনিটে। প্রীতি দত্ত ও বিশ্বজিৎ দত্ত পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও শারমিন আঁখি।
মিশন মুন্সিগঞ্জ: চ্যানেল আইয়ে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক গোয়েন্দা সিরিজ ‘মিশন মুন্সিগঞ্জ’। ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা প্রমুখ।
বিয়ের জ্বালা: মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বিয়ের জ্বালা’। সহিদ উন নবীর রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, সাদিয়া তানজিন প্রমুখ।
মধুমালা: মাছরাঙা টেলিভিশনে রাত ৯টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘মধুমালা’। বৃন্দাবন দাসের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, লাবন্য লিজা প্রমুখ।
ব্ল্যাক মানি: বৈশাখী টেলিভিশনে বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ব্ল্যাক মানি’ প্রচারিত হবে। অভিনয় করেছেন কাজী হায়াৎ, ওমর সানী, ডন, অমিত হাসান, হাসান জাহাঙ্গীর প্রমুখ। পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর।
মানি লোকের মান: বৈশাখী টেলিভিশনে বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘মানি লোকের মান’ প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন জাহের আলভী, ফারজানা আহসান মিহি, আবদুল্লাহ রানা, স্বপ্নীল সাথী, নান্নু প্রমুখ। পরিচালনা করেছেন ফরিদুল হাসান।
শাশুড়ির বিয়ে: বৈশাখী টেলিভিশনে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘শাশুড়ির বিয়ে’ প্রচারিত হবে। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, আ খ ম হাসান, ফারজানা আহসান মিহি, শিল্পী সরকার অপু, মাসুম বাশার, শেলী আহসান প্রমুখ। পরিচালনা করেছেন মাহমুদ হাসান রানা।
লন্ডনি জামাই: বৈশাখী টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘লন্ডনি জামাই’ প্রচারিত হবে। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, আহসানুল হক মিনু প্রমুখ। পরিচালনা করেছেন আল হাজেন।
ট্রাক ড্রাইভার: বৈশাখী টেলিভিশনে রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ট্রাক ড্রাইভার’। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, আইনুন পুতুল, ফারজানা ছবি, সিলভিয়া, ফাতেমা হীরা, রেশমা প্রমুখ। পরিচালনায় রুহুল আমিন শিশির।
হৈ হৈ হল্লা (সিজন ৩): দুরন্ত টিভির ঈদুল ফিতরের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’ (সিজন ৩’)। নাটকটি প্রচারিত হচ্ছে ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত দুপুর ১২টা, বেলা ২টা ৩০ মিনিট, সন্ধ্যা ৬টা ও রাত ৯টা ৩০ মিনিটে। হাসান শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পার্থ প্রতিম হালদার। এতে শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, আয়াজ মাহমুদ, কাওসার বিন মামুন, রাইদা ঋ জুনি। অন্যান্য চরিত্রে আছেন আবুল হায়াত, শাহনাজ খুশি, ফরহাদ লিমন প্রমুখ।