৫ হাজার মন্তব্য, সবাই জানতে চান সাফার বিয়ের খবর
সময়ের পরিচিতি মুখ তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, ফারহান আহমেদ জোভান, টয়া প্রমুখ। অভিনয়ের বাইরে তাঁদের ব্যতিক্রমী একটি ফ্রেমে দেখা গেল। আরেক পরিচিতি পাওয়া অভিনেত্রীর শুটিংয়ে ব্যবহার করা উইগ বা পরচুলা নিয়ে তাঁরা ফ্রেমবন্দী হয়েছেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করে তৌসিফ লিখেছেন, ‘এই উইগটাকে বিয়ে দেব, পাত্র চাই।’
তৌসিফ মাহবুব, সিয়াম আহমেদ, ফারহান আহমেদ জোভান, টয়াসহ একঝাঁক অভিনয়শিল্পী ক্যারিয়ারের শুরু থেকেই ভালো বন্ধু।
কাজের ফাঁকে বন্ধুরা একসঙ্গে হলেই জমে যায় আড্ডা। আর সেই আড্ডার স্মৃতি ফ্রেমবন্দী হবে না, সেটা ভাবাই যায় না। তবে এবার ফ্রেমবন্দী হতে গিয়ে ফ্রেম থেকে সরে গেলেন অভিনেত্রী সাফা। তিনি বন্ধুদের সঙ্গে ছবিতে থাকবেন না। অনুরোধ করেও নাকি রাখা গেল না।
তৌসিফ হেসে বলেন, ‘আমরা বন্ধুরা সময় পেলেই আড্ডা দিই। সেই আড্ডায় প্রতিবার আমাদের সঙ্গে ছবি তোলে সাফা কবির। কিন্তু এবার সে তুলবেই না। কোনোভাবেই ছবিতে আসতে চাইছিল না। পরে বাধ্য হয়ে তার শুটিংয়ের ব্যবহার করা যে উইগ সঙ্গে ছিল, সেটা নিয়ে আমরা ছবি তুলেছি। তবু সাফা আসেনি।’
তাহলে সাফার বিয়ের জন্য পাত্রী খুঁজছেন? এমন প্রশ্ন শুনে মজা করে তৌসিফ বলেন, ‘আমরা বন্ধুদের মধ্যে সবাই বিবাহিত। একমাত্র সাফা বিয়ে করেনি।
দেখা যায়, একসঙ্গে ছবি পোস্ট করলে সবাই সাফার বিয়ে নিয়ে মন্তব্য করেন। এতে সে আরও রেগে যায়। দেখা যায়, পাঁচ হাজার মন্তব্যের মধ্যে সবাই শুধু জানতে চান যে সাফার বিয়ে কবে। সে জন্য সে এবার আমাদের সঙ্গে ছবিতে নেই।’ তবে ভক্তরা ঠিকই বুঝতে পেরেছেন যে সাফার জন্য পাত্র চাইছেন তাঁর সহকর্মী বন্ধুরা।