পার্কের বাড়িতে চুরি
বাড়িতে ছিলেন না কোরীয় তারকা কমেডিয়ান ও উপস্থাপক পার্ক না–রে। গত সোমবার রাতে তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মূল্যবান পণ্যসামগ্রী নিয়ে চম্পট দিয়েছে চোর।
কোরীয় সংবাদমাধ্যম মেইল বিজনেস স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, ইতিমধ্যে পুলিশ স্টেশনে অভিযোগ করা হয়েছে।
বাড়িতে একাই থাকেন পার্ক না–রে। মঙ্গলবার বাড়িতে ফিরে দেখেন, চুরির ঘটনাটি ঘটেছে। মানসিকভাবে ভেঙে পড়েছেন পার্ক না–রে। এমবিসির ‘সন টে জিন’স ট্রট রেডিও শোতে যোগ দেওয়ার কথা ছিল পার্কের। তবে থাকতে পারছেন না পার্ক না–রে। শোটি বাতিল করা হয়েছে।
অনুষ্ঠানের উপস্থাপক সন বলেন, ‘আজকের শোতে পার্ক না–রের উপস্থিত থাকার কথা ছিল। ব্যক্তিগত কারণে তা বাতিল করা হয়েছে। তিনি আরেক দিন শোতে আসবেন।’
২০২১ সালে ইতেওনের বাড়িটি কিনেছেন পার্ক। বাড়িটির মূল্য আনুমানিক সাড়ে পাঁচ বিলিয়ন ওন (কোরীয় মুদ্রা)।
৪০ বছর বয়সী পার্ক না–রে ২০০৬ সালে ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে ‘প্লাস নাইন বয়েজ’, ‘দ্য সাউন্ড অব ইয়োর হার্ট’সহ বেশ কয়েকটি সিরিজে কমেডিয়ান হিসেবে দেখা গেছে তাঁকে।
এর বাইরে ‘গ্যাগ কনসার্ট’, ‘কমেডি বিগ লিগ’, ‘হিট দ্য স্টেজ’, ‘ভিডিও স্টার’সহ কয়েকটি শোতেও পাওয়া গেছে তাঁকে।