আমরা আসলে কারও ভেতরটা বুঝতে পারি না: চাঁদনী
একসময়ের তুমুল জনপ্রিয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। টেলিভিশনে নিয়মিত নাটক করতেন তিনি। পাশাপাশি বাংলাদেশ বেতারের শিল্পীও ছিলেন। পেয়েছিলেন জনপ্রিয়তার স্বাদ। হাতে এসেছে জাতীয় পুরস্কারের সম্মান। এর মধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে বসেন বিয়ের পিঁড়িতে। বিয়ের পর অভিনয় এবং নাচে অনিয়মিত হয়ে পড়েন চাঁদনী। যদিও বাপ্পা মজুমদারের সঙ্গে চাঁদনীর বিচ্ছেদের খবরও বেশ পুরোনো। এর পর থেকেই অভিনয়ে নিয়মিত হতে চাইছিলেন চাঁদনী। যদিও এখনো সেভাবে পর্দায় নিজেকে উপস্থাপন করতে পারেননি অভিনেত্রী।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিনয়-নাচ আর ক্যারিয়ার নিয়ে অভিমানের সুরে কথা বলেছেন চাঁদনী।
নৃত্যশিল্পী বলেন, ‘যে পরিমাণে নাচ করছি বা যেভাবে আমরা পরিশ্রম করছি, তাঁর মূল্যায়ন হচ্ছে না। আমার ভেতরেও অভিমান আছে যে আমাকে এখন সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। নাচ আমি করে যাচ্ছি কিন্তু অভিনয়ের ক্ষেত্রে সবাই বলে আপনাকে আমরা অভিনয়ে পাচ্ছি না কেন? আমি তখন কী উত্তরটা দেব? কারণ, আমাকে তো পরিচালক বা যাঁরা চেনেন, তাঁদেরকে কাজের জন্য ডাকতে হবে। অভিনয়ের জন্য নিতে হবে! আমি অভিমান করেছি, এটা স্বাভাবিক কিন্তু তাই বলে যে আমি নিজেকে বিসর্জন দেব তা না। আমার মনে হয় যে সবার ভেতরেই অভিমান বাস করে। শিল্পী মানেই অভিমানী। তাঁদের দিকে সাহায্যের হাত এগিয়ে দিতে হবে।’
চাঁদনী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা আসলে কারও ভেতরটা বুঝতে পারি না। আমার ভেতরেও অনেক ক্ষোভ-অভিমান আছে। আমি যেমন নৃত্যশিল্পী, দুটো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। কিন্তু এখন সেভাবে আমাকে মূল্যায়ন করা হচ্ছে না। মূল্যায়নটা খুবই জরুরি, সেটা অভিনয়ের ক্ষেত্রে হোক, নৃত্যের ক্ষেত্রে হোক। মূল্যায়ন আমরা যেদিন করতে পারব, সেদিন আমাদের সংকট কমে যাবে। এগিয়ে যাওয়ার সময় সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। কাউকে পেছনে রেখে এগিয়ে গেলে সেটাকে শিল্পী বলা চলে না।’