প্রতিবারই অবিশ্বাস্য মনে হয়...

টরন্টোতে মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে

প্রথম সিনেমা এখনো মুক্তি পায়নি। তার আগেই আন্তর্জাতিক অঙ্গনের নামীদামি উৎসবে প্রশংসিত হচ্ছে মেহজাবীন চৌধুরীর কাজ। গত মাসে টরন্টো চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ারের পর বুসানে হয় এশিয়ান প্রিমিয়ার। সাবা নিয়ে প্রশংসা, সমালোচনার রেশ কাটতে না কাটতেই মেহজাবীন শোনালেন নতুন সুখবর। ইন্দোনেশিয়া ও ইউরোপের একটি উৎসবে প্রতিযোগিতা করবে এই সিনেমা।
৫১টি দেশ থেকে এক হাজার সিনেমা জমা পড়ে। অলটারনেটিভ ফিল্ম প্রজেক্ট অ্যাওয়ার্ডে বার্লিন, টরন্টো, বুসান আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত সিনেমাগুলো এবার প্রতিযোগিতা করবে। অন্যদিকে ইউরোপের আরেকটি উৎসবের নাম এখনো বলতে বারণ।

আরও পড়ুন

সিনেমা নিয়ে সুখবর ভাগাভাগি করে মেহজাবীন চৌধুরী বলেন, ‘প্রতিবারই অবিশ্বাস্য মনে হয়। ছোট একটা কাজ দিয়ে এত বড় বড় উৎসবে, এত নামকরা প্রোডাকশন হাউসের সিনেমার সঙ্গে স্থান পাচ্ছে সাবা। এটা কখনো প্রত্যাশাই করিনি। এই সুখবরগুলো প্রেরণা বাড়িয়ে দেয়।’

নিশাত, অনন্যা, সাবরিনা কিংবা রোকেয়া–বরাবরই ছকভাঙা চরিত্রে নিজেকে মেলে ধরেছেন মেহজাবীন চৌধুরী
ফেসবুক থেকে

অভিনয়শিল্পী হিসেবে কাজের জায়গায় দর্শকদের প্রশংসা, নতুন করে কোনো চাপ তৈরি করে কি না, এমন প্রশ্নে মেহজাবীন জানান, তাঁরা যখন সাবার শুটিং করেন, তখন কোনো চাপই ছিল না।

আরও পড়ুন

চাপ থাকলে হয়তো কাজটি সঠিকভাবে দর্শকদের কাছে তুলে ধরাই কষ্ট হয়ে যেত। ‘সিনেমাটি কোনো উৎসবে যাবে কি না, আন্তর্জাতিক অঙ্গনে সফলতা পাবে কি না, এমন কোনো টার্গেট নিয়ে আমরা সিনেমার শুটিং করিনি। আমরা ছিলাম চাপমুক্ত। শুধু এটাই মনে হয়েছে, যোগ্যতা থাকলে কোনো কাজকেই আটকে রাখা যায় না,’ বলেন মেহজাবীন।

মেহজাবীন চৌধুরী। ছবি: অভিনেত্রীর সৌজন্যে

বেশ কিছুদিন ক্যামেরা থেকে দূরে আছেন মেহজাবীন। জানালেন বড় বাজেটের কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে আপাতত শুটিং করছে না প্রযোজনা প্রতিষ্ঠান। সময় বুঝে শুটিংয়ে অংশ নেবেন। আগামী ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে অলটারনেটিভ ফিল্ম প্রজেক্ট অ্যাওয়ার্ড। ব্যস্ততার কারণে উৎসবে অংশ নিতে পারছেন না মেহজাবীন। সিনেমা পরিচালক মাকসুদ হোসাইন জানালেন, তিনি উৎসবে অংশ নেবেন। তবে ইউরোপের উৎসবে অংশ নিতে পারে সিনেমাটির টিম।

সিনেমার পোস্টারে মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক