গল্পে কোনো অশ্লীল শব্দ থাকবে না
একক নাটক ভাত, ঘরের শক্র, জামাই আমার সেরা রাঁধুনীসহ একাধিক নাটকে জুটি হয়ে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। নিয়মিতই তাঁদের এক ঘণ্টার নাটকে দেখা যায়। এই জুটিই এবার প্রথম একসঙ্গে ধারাবাহিকে অভিনয় করেছেন। নাটকটির নাম মসিবত আনলিমিটেড। এটি পরিচালনা করেছেন শহীদ উন নবী।
মোস্তফা কামাল রাজের ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিক নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন শামীম হাসান সরকার। সেটাও প্রায় তিন বছর আগের কথা। এর মধ্যে আর কোনো ধারাবাহিক নাটকে দেখা যায়নি এই অভিনেতাকে।
শামীম বলেন, ‘ধারাবাহিক নাটক সব সময়ই আমাকে টানে। কিন্তু দীর্ঘ একটা সময় পরিবারের দেখার মতো কোনো গল্প পাচ্ছিলাম না। অন্যদিকে ইচ্ছার বিরুদ্ধে কোনো গল্পে নাম লেখাইনি। এবার যোগ্য, পরিবার নিয়ে দেখার মতো গল্প পেয়েছি। ব্যাটে–বলে মিলে গেছে জন্যই করছি।’
শামীম জানান, একটি পরিবারে নানা রকম বিপদ সৃষ্টি করে কিছু মানুষ। বিভিন্ন রকম মানুষ এই পরিবারের কাছে নানা কাজে আসে, থাকে। তাদের দ্বারা নানাভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে এই পরিবারের মানুষগুলো। এখানে গল্পে যেমন বৈচিত্র্য আছে, তেমনি নাটকের পাত্র–পাত্রীদের মধ্যেও চমক রয়েছে।
শামীম হাসান বলেন, ‘নাটকে অনেক চরিত্র রয়েছে। বেশির ভাগই অতিথি চরিত্রের মতো। তারা হয়তো তিন–চার পর্ব পর্যন্ত থাকবে। পরে নতুন গল্পে থাকবে নতুন শিল্পী। এটা দর্শকদের আলাদা বিনোদন দেবে। গৎবাঁধা লম্বা কোনো গল্প নাই। সময়ের নানা প্রসঙ্গ এখানে উঠে এসেছে। আর পরিবারের কথা বিবেচনা করে পুরো গল্পে কোনো অশ্লীল শব্দ থাকবে না। আর তানিয়া ও আমাকে দর্শকেরা অনেক সিঙ্গেল নাটক দেখেছেন। এবার তাঁরা আমাদের নতুন করে দেখবেন।’
নাটকের পরিচালক শহীদ উন নবী জানান, নাটকটির প্রথম লটের শুটিং শেষ। তিন–চার পর্ব মিলিয়েই আলাদা আলাদা গল্প। ধারাবাহিকের প্রথম গল্পে ডিজে বুয়া, পরে গল্প ভাইয়ের বিয়ে, এ ছাড়া নতুন নতুন গল্প আসবে। এটি এ মাসের মাঝামাঝি প্রচারিত হবে এটিএন বাংলা টেলিভিশন ও থ্রি সিক্সটি ডিগ্রি ইউটিউব চ্যানেলে। নাটকে আরও অভিনয় করেছেন শেলী আহসান, চাষী আলম, মনিরা মিঠুসহ অনেকে।