শুরুটা শুরুর মতোই
২০১৯ সালের ১৯ মে ‘গেম অব থ্রোনস’-এর শেষ পর্ব প্রচারিত হয়। এরপর তিন বছর পেরিয়ে গেলেও ভক্তদের মধ্যে তুমুল জনপ্রিয় সিরিজটির রেশ এখনো কাটেনি। সিরিজের পাত্র-পাত্রীদের যেকোনো জায়গায় গেলে এখনো ‘গেম অব থ্রোনস’ নিয়ে প্রশ্ন শুনতে হয়। তবে ভক্তদের কিছুটা সান্ত্বনা ছিল, সিরিজের পিকুয়েল আসছে। অবশেষে শেষ হয়েছে অপেক্ষার পালা। ২১ আগস্ট এইচবিওতে প্রিমিয়ার হয়েছে বহুল প্রতীক্ষিত ‘হাউস অব দ্য ড্রাগন’-এর প্রথম পর্বের। অনেক সময়ই ব্যাপক জনপ্রিয় কোনো সিরিজের সিকুয়েল বা পিকুয়েল আসলে প্রত্যাশা পূরণ করতে পারে না।
কিন্তু ‘হাউস অব দ্য ড্রাগন’-এর প্রথম পর্ব প্রচারের পর থেকে অন্তর্জালে সিরিজটির প্রশংসায় পঞ্চমুখ দর্শক। এইচবিওর ওটিটি প্ল্যাটফর্মে প্রথম পর্ব প্রচারের পর দেখেছেন প্রায় এক কোটি দর্শক। সব মিলিয়ে বলা যায়, শুরুটা হয়েছে শুরুর মতোই। সিরিজটি তৈরি হয়েছে জর্জ আর আর মার্টিনের ফ্যান্টাসি উপন্যাস ফায়ার অ্যান্ড ব্লাড অবলম্বনে।
সিরিজটি তৈরি হয়েছে ‘গেম অব থ্রোনস’-এর ২০০ বছর আগের প্রেক্ষাপটে। ‘গেম অব থ্রোনস’-এর সঙ্গে স্বভাবতই এর পিকুয়েলের অনেক মিল। আগেরটির মতো এই সিরিজেরও পটভূমি সেই ওয়েস্টোরস। গল্পের মূলে ক্ষমতার লড়াই। কে বসবে আসনে, কার বুদ্ধি বা গায়ের জোর কতটা এগোবে, কে কাকে পেছনে ফেলে সিংহাসনে বসবে, তা ঘিরেই গল্প। এই সিরিজেও সহিংসতা, অন্তরঙ্গ দৃশ্য দেখানো হয়েছে খোলামেলাভাবে। তবে নির্মাণে ‘গেম অব থ্রোনস’কে ছাড়িয়ে গেছে ‘হাউস অব দ্য ড্রাগন’। এবার সিরিজটি আরও বড় বাজেটে, বড় ক্যানভাসে তৈরি হয়েছে। ভ্যারাইটি জানিয়েছে, সিরিজের প্রতি পর্বের বাজেট ছিল দুই কোটি ডলার।
২০২০ সালের জানুয়ারিতে সিরিজটির চিত্রনাট্য শুরু হয়। ওই বছরের জুলাইয়ে শুরু হয় শিল্পী নির্বাচনপ্রক্রিয়া। ২০২০ সালের অক্টোবরে কিং ভিসেরিস টারগারিয়ান চরিত্রে চূড়ান্ত হন প্যাডি কনসিডিন। পরে আরও যুক্ত হন ওলিভিয়া কুক, ম্যাট স্মিথ, এমা ডারসি প্রমুখ। এর মধ্যে খল চরিত্রে ম্যাট স্মিথ প্রথম পর্বেই নজর কেড়েছেন। ২০২১ সালের এপ্রিলে শুরু হয় সিরিজের শুটিং। যুক্তরাজ্যে শুরুর পর সিরিজটির শুটিং হয়েছে পর্তুগাল, স্পেন ও ক্রোয়শিয়ায়।
মুক্তির পর বেশির ভাগ সমালোচকই ‘হাউস অব দ্য ড্রাগন’-এর প্রশংসায় পঞ্চমুখ। ভক্তদের উচ্ছ্বাসের কথা তো বলাই বাহুল্য। বিশ্বজুড়ে ‘গেম অব থ্রোনস’-এর দর্শকেরা যে সিরিজটির জন্য ভীষণ অপেক্ষায় ছিলেন, তা ভালো করেই জানেন পাত্র-পাত্রীরা। ম্যাট স্মিথ এ প্রসঙ্গে জিকিউ সাময়িকীকে বলেন, ‘ভক্তদের আগ্রহের কথা আমরা জানি। আগেরটি (গেম অব থ্রোনস) ছিল বিনোদনে ভরপুর এমন এক ফ্যান্টাসির দুনিয়া, যা শুরু হলেই আপনি অন্য জগতে হারিয়ে যেতেন।’ ১০ পর্বের সিরিজটির প্রথম সিজনের দ্বিতীয় পর্ব প্রচারিত হবে ২৮ আগস্ট।