পথে তিশার গাড়িকে ধাক্কা, জানা গেল কী হয়েছিল

নুসরাত ইমরোজ তিশাছবি : চরকির সৌজন্যে

চার দিন আগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘৮৪০’। এর মাধ্যমে প্রযোজক হিসেবে অভিষেক ঘটেছে নুসরাত ইমরোজ তিশার। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘৮৪০’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, বিজরীসহ আরও অনেকে। এদিকে ‘৮৪০’ ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। গণমাধ্যমে যেমন কথা বলছেন, তেমনি ছুটছেন প্রেক্ষাগৃহেও। গত সোমবার দুপুরে ‘৮৪০’ নিয়ে প্রযোজক তিশা বনানীর বাসা থেকে কারওয়ান বাজারের একটি গণমাধ্যমের কার্যালয়ে যাওয়ার পথে বিএসইসি ভবনের সামনে তাঁর গাড়িতে ধাক্কা লাগে। এতে তিশার কোনো ক্ষতি হয়নি, তবে তাঁর ব্যবহৃত গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

নুসরাত ইমরোজ তিশা
ছবি : প্রথম আলো

আজ বুধবার সকালে কথা হয় নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার গাড়ি চলছিল। হঠাৎ করে আমার গাড়ির সামনে কানেক্টিং রোড থেকে একটি ভ্যান সামনে চলে আসে। ভ্যানচালককে বাঁচাতে গিয়ে আমার চালক তৎক্ষণাৎ ব্রেক কষে। এতে করে পেছন থেকে আসা গাড়িটি আমাদের গাড়িকে ধাক্কা দেয়। এই ধাক্কায় গাড়ির পেছনের দিকটা ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে ধাক্কার কারণে গাড়ির সামনের অংশটা গিয়ে লাগে ভ্যানের একটা কোনায়। বড় ধরনের ক্ষতি হতে পারত। ভাগ্যিস, আল্লাহ বড় ধরনের সেই ক্ষতির মুখে ফেলেনি।’

আরও পড়ুন
‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’–এর একটি দৃশ্যে
ছবি : প্রযোজকের সৌজন্যে

রাজনৈতিক স্যাটায়ার ‘৮৪০’ দিয়ে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিরতির পর প্রেক্ষাগৃহে ফিরলেন, যেটির প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। এই চলচ্চিত্রে ‘মেয়র ডাবলু’ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান।

এর আগেও মোস্তফা সরয়ার ফারুকীর নির্মাণ প্রযোজনা করেছেন তিশা। তবে কোনোটিই দেশের সিনেমা হলে মুক্তি পায়নি। মুক্তির আগে সংবাদ সম্মেলনে তিশা বলেন, ‘আমার প্রযোজিত প্রথম কোনো সিনেমা বাংলাদেশে মুক্তির খবরটি খুবই ভালো লাগার। একটা মানুষের স্বপ্ন থাকে। ভালো কিছু কাজের সঙ্গে থাকতে চেয়েছি। সামনে আরও সিনেমা বানাতে চাই।’

আরও পড়ুন
‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’–এর একটি দৃশ্যে নাসির উদ্দিন খান ও শাহরিয়ার নাজিম জয়
ছবি : প্রযোজকের সৌজন্যে

সিনেমাটির সহপ্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণে ছিলেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় পাভেল আরীন ও সম্পাদনায় তাহসিন মাহিম। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতউল্লাহ, নাদের চৌধুরী, জয়, মারজুক রাসেল, মমসহ আরও অনেকে।

নির্মাণের পাশাপাশি ছবিটির চিত্রনাট্যও করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। মুক্তির আগে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে এক ফেসবুক পোস্টে ফারুকী লিখেছেন, ‘বহুদিন পর পলিটিক্যাল স্যাটায়ার বানালাম। খুব আনন্দিত হয়েছি, হলের মধ্যে বারবার হাসির রোল শুনতে পেয়ে।’

১৭ বছর আগে ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। এ নাটকের মাধ্যমে ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান-পতনের গল্প বলার চেষ্টা করে তিনি। ওই সময় বানানো ফারুকীর সেই নাটক চ্যানেল আইয়ে প্রচারের পর জনপ্রিয়তা পায়। ২০২৪ সালে এসে ‘৮৪০’ বানালেন এই পরিচালক।

আরও পড়ুন