বিটিভিতে ‘আনন্দমেলা’, চ্যানেল আইয়ে টেলিফিল্ম ‘মিশন মুন্সিগঞ্জ’
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। আজ ঈদের প্রথম দিন বিটিভি, এটিএন বাংলা এবং চ্যানেল আইয়ে কী কী আয়োজন থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বিটিভি
সকাল ৭টা ২০ মিনিটে ‘নতুন ভোর’। সকাল ৮টায় শিশুতোষ ম্যাগাজিন অনুষ্ঠান। সকাল ৯টায় বিশেষ নৃত্যানুষ্ঠান। সকাল ৯টা ৩০ মিনিটে ‘বক্স অফিস’ (পর্ব-০১)। ১০টায় রান্নাবিষয়ক অনুষ্ঠান। সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’। বেলা ১১টা ১০ মিনিটে শিশুতোষ নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ছন্দে’। বেলা ১১টা ৩৫ মিনিটে ‘ম্যাজিক শো’। দুপুর ১২টা ১০ মিনিটে রম্য বিতর্ক। দুপুর ১২টা ৫০ মিনিটে দ্বৈত সংগীতানুষ্ঠান ‘শুধু দুজনায়’, অতিথি: নাসির, প্রিয়াংকা, পিয়াল হাসান, স্মরণ, রিজিয়া পারভীন, পলাশ, মুহিন খান, সুলতানা চৌধুরী ও মোমিন বিশ্বাস।
বিকেল ৪টা ৪৫ মিনিটে দ্বৈত সংগীতানুষ্ঠান ‘গান আমার গান’, অতিথি: ইথুন বাবু, পরান আহসান, মৌসুমী চৌধুরী, আকলিমা মুক্তা, এস আই মিঠু। বিকেল ৫টা ৩৫ মিনিটে ‘শহীদের রক্ত স্বাক্ষর’ (পর্ব-০১)। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘তারকাদের আড্ডা’। সন্ধ্যা ৭টায় ‘ব্যান্ড শো’। রাত ৮টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’। রাত ৯টায় বিশেষ নাটক। রাত ১০টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। রাত ১১টা ৫ মিনিটে একক সংগীতানুষ্ঠান, শিল্পী: বেবী নাজনীন। রাত ১১টা ৩০ মিনিটে একক সংগীতানুষ্ঠান, শিল্পী: কনকচাঁপা।
এটিএন বাংলা
সকাল ৮টায় প্রভাতি অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’। বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘হৈচৈ’। বিকেল ৫টা ৩০ মিনিটে কমেডি শো ‘হাউস নাম্বার ৪২০’। বিকেল ৫টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘বউ বেশি বোঝে’। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটক ‘প্রেম ভাই’। অভিনয়ে তৌসিফ, তটিনী। রাত ৮টা ৫০ মিনিটে নাটক ঘরের কথা ঘরেই থাক। অভিনয়ে সালাহউদ্দিন লাভলু, আব্দুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সাইদুর রহমান, সুজাত শিমুল প্রমুখ। রাত ১০টা ৩০ মিনিটে ‘ঈদ বিনোদন মেলা’। রাত ১১টায় টেলিফিল্ম হৃদয়ে রেখেছি গোপনে। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম তোমাদের গল্প। অভিনয়ে জোভান, তটিনী। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘একান্নবর্তী’। অভিনয়ে নিলয়, হিমি, তারিক আনাম খান। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ধারাবাহিক ‘মিশন মুন্সিগঞ্জ’। অভিনয়ে আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক সামনে সমুদ্র। অভিনয়ে আবুল হায়াত, শাহেদ শরীফ খান, তানজিকা আমিন, আহসান হাবিব নাসিম। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘চালাকি। অভিনয়ে শ্যামল মাওলা, মিহি আহসান, চিত্রলেখা গুহ।