গণভবনের চেয়ার পৌঁছে গেল বাসায়, এরপর...

চেয়ার নিয়ে টানাটানির একটি মুহূর্তে। ছবি: পরিচালকের সৌজন্যে

গত বছরের ৫ আগস্টের পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিকশন ‘দ্য চেয়ার’। শেখ হাসিনার সরকার পতনের পর গণভবনের চেয়ার, টেবিল, ফ্রিজসহ অনেক কিছুই নিয়ে যায় সাধারণ মানুষ। সেভাবেই গণভবনের একটি চেয়ার পৌঁছায় একটি বাসায়। পরে ঢাকা থেকে যাবে গ্রামে। সেসব ঘটনা উঠে আসবে ওয়েব ফিকশনে।

নাটকের পোস্টার

ক্ষমতার অপব্যবহারকে কেন্দ্র করেই এই ওয়েব ফিকশন, জানালেন পরিচালক মাজিদুল ইসলাম। তিনি বলেন, ‘একটি চেয়ার সাধারণ মানুষকেই বদলে দেয়। এই চেয়ারকে ব্যবহার করে মানুষ কীভাবে ক্ষমতা ব্যবহার করে, সে গল্প আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে একটি বার্তা দেওয়া হয়েছে, চেয়ার কখনোই স্থায়ী নয়। মানুষের পাশে থাকাটাই দিন শেষে দেশের জন্য প্রয়োজন।’

ওয়েবের একটি দৃশ্যে শরাফ আহমেদ ও পার্থ শেখ। ছবি: পরিচালকের সৌজন্যে

ওয়েব ফিকশনে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন। তিনি জানান, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করার জন্য মানবিকতা জরুরি। তিনি বলেন, ‘সমাজে অনেক বৈষম্য দেখা যায়। সেখানে একজন অসুস্থ মানুষের মধ্য দিয়ে গল্পটি বলা। যে ব্যক্তি এই চেয়ারের বসার পর পরিবর্তিত হতে থাকে।’

অভিনেতা লুতফর রহমান জর্জ। ছবি: পরিচালকের সৌজন্যে

পরিচালক জানান, ৫ আগস্ট গণভবনের অনেক কিছু মানুষ নিয়ে যায়। সেই ভাবনা থেকেই তিনি গল্পটি বেছে নিয়েছেন। ‘দ্য চেয়ার’-এ আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, দিলরুবা দোয়েল, পার্থ শেখ। এটি ২৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে প্রচারিত হবে।