২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘কানাডাতে বেগমপাড়া তৈরি করেছে, তাদের নাম–পরিচয় জানতে চাই’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই দেশের সাংস্কৃতিক অঙ্গনের মানুষেরা শিক্ষার্থীদের পাশে ছিলেন। পরবর্তী সময়ে দেশ গঠনসহ নানা বিষয়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানান দেশের তারকারা। সেগুলো ফেসবুকের পাতা থেকে তুলে ধরা হলো:
১ / ৪
পরিচালক শিহাব শাহীন ফেসবুকে সোচ্চার হয়েছেন বাংলাদেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে। তিনি লিখেছেন, ‘অর্থ পাচার করে কোনো কোনো আমলা কানাডাতে বেগমপাড়া তৈরি করেছে, তাদের নাম–পরিচয় জানতে চাই।’
ছবি: চরকি
২ / ৪
সাম্প্রতিক পরিস্থিতিতে কেউ কেউ দেশের ভাবমূর্তি নষ্ট করছেন বলে মনে করেন পরিচালক সুমন আনোয়ার। তিনি তাঁর ফেসবুকে লিখেছেন, ‘সতর্ক থাকুন, মূর্তি ভাঙা শেষ, এখন ভাবমূর্তি ভাঙার কাজ চালাচ্ছে।’ ছবি: ফেসবুক
৩ / ৪
অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় স্বস্তি প্রত্যাশা করে লিখেছেন, ‘যারা এত বড় অর্জন এনে দিতে পারে, তারা নিশ্চয়ই জনমনে স্বস্তিও দিতে পারে। অন্তত ব্যবহারে।’
ছবি: ফেসবুক
৪ / ৪
ক্লোজআপ ওয়ানখ্যাত তরুণ গায়ক মুহিন খান স্মরণ করেছেন আইয়ুব বাচ্চুকে। তিনি লিখেছেন, ‘একজন আইয়ুব বাচ্চু এ দেশের রাষ্ট্রীয় সম্পদ। আপনার জন্মদিনে আমি একটা প্রতিজ্ঞা করলাম, এ দেশের সিস্টেম পাল্টে দেওয়ার জন্য আপনি আমাদের দাবি যেভাবে তুলে ধরেছিলেন, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই। আমরা ৫৪ বছরের অডিও–শিল্পের দুর্নীতি রুখতে চাই।’ ছবি: সংগৃহীত
ছবি: ফেসবুক