জানিয়েই বিয়ে করবেন হিমি

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: শিল্পীর সৌজন্যে

হঠাৎ করেই সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট ঘিরে আলোচনায় আসেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘জাস্ট ম্যারিড’। হঠাৎ এভাবে বিয়ের কথা শুনে ভক্তরা একের পর এক অভিনন্দন জানাতে শুরু করেন। ফেসবুক গ্রুপগুলোতেও ঘুরতে থাকে তাঁর বিয়ের কথা। পরে নিজের বিয়ের কথা শুনে অবাক হয়ে যান হিমি।

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: শিল্পীর সৌজন্যে

‘ভক্তরা বলছেন আপনি বিয়ে করছেন। কেউ কেউ অভিনন্দন জানাচ্ছেন। ঘটনা কী?’ এমন প্রশ্ন শুনে অনেকটাই অবাক হয়ে যান হিমি। পরে বিষয়টি খোলাসা হয়। জানা যায়, নাটকের প্রচারে ‘জাস্ট ম্যারিড’ লিখেছেন তাঁর ফেসবুক অ্যাডমিন। এটা তিনি জানেন না। এটা মূলত অ্যাডমিন পোস্ট। নাটকের প্রচারণায় পোস্টটি করে কিছুক্ষণ পরে মন্তব্যের ঘরে নাটকের লিংক যুক্ত করা হয়। হিমি জানান, ততক্ষণে অনেকেই ধরে নিয়েছেন তিনি বিয়ে করেছেন।

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: শিল্পীর সৌজন্যে

পুবাইলে শুটিং করছেন অভিনেত্রী হিমি। সহশিল্পী নিলয় আলমগীর। হিমি হেসে বলেন, ‘আমি এভাবে বিয়ে করব কেন। বিয়ে করলে চুপিসারে নয়, জানিয়েই বিয়ে করব। এটা নাটকের প্রচারণায় আমার অ্যাডমিন পোস্ট করেছে। নাটকটি আজ মুক্তি পেয়েছে। কিন্তু অনেকেই বুঝতে পারেননি। তাঁরা মন্তব্য করে অভিনন্দন জানাচ্ছেন। নাটকের বিয়ের অভিনন্দন মন্দ নয়।’

জান্নাতুল সুমাইয়া হিমি। ছবি: শিল্পীর সৌজন্যে

নাটকে তো কত বিয়ে হলো, বাস্তবে কবে বিয়ের পিঁড়িতে বসছেন—জানতে চাইলে হিমি বলেন, ‘বিয়ে তো করতেই হবে। পরিবার থেকেও মাঝেমধ্যে জানতে চায়। কিন্তু কবে যে বিয়ে করব জানি না। তবে এভাবে হুট করে ফেসবুক পোস্টে বিয়ের কথা কাউকে জানাব না। আমার বিয়ে হলে আগে থেকেই সবাই জানবে। সবাইকে জানিয়েই বিয়ে করব।’

‘জাস্ট ম্যারিড’ নাটকে হিমির সহশিল্পী নিলয় আলমগীরের বিয়ে নিয়েই নাটকের গল্প। এতে আরও অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, পাপিয়া, ইসরাক পায়েল প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি।

আরও পড়ুন