প্রিয়ন্তী বিয়ে করলেন

প্রিয়ন্তী উর্বী। অভিনেত্রীর ফেসবুক থেকে

বিয়ে করলেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। গত শুক্রবার সালমান আহমেদের সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গতকাল রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছবি পোস্ট করে বিয়ের খবর নিজেই জানিয়েছেন উর্বী। রাজধানীর গুলশান আজাদ মসজিদের সামনে তোলা ছবিটি পোস্ট করে উর্বী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

এর আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, পাত্র সালমান আহমেদ সংবাদপত্রের বিপণন বিভাগের কর্মকর্তা। পেশাগত কাজের সূত্রেই তাঁদের পরিচয়।

প্রিয়ন্তী উর্বী
শিল্পীর সৌজন্যে

সেই প্রকল্প নিয়ে আলাপ–আলোচনা করতে প্রায়ই দেখাসাক্ষাৎ হতে থাকে, একপর্যায়ে দুজনের বন্ধুত্ব হয়ে যায়। চলতি বছরের জুলাইয়ে উর্বীর জন্মদিন ছিল। জন্মদিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন। সমুদ্রের তীরে বসে ছিলেন তাঁরা। তখনই সিনেমাটিক স্টাইলে নায়িকাকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন ওই তরুণ।

ব্যাপারটা এরপর আর দুজনের মধ্যে আটকে থাকেনি; পারিবারিক পর্যায়ে গড়িয়েছে। কয়েক দফায় দুই পরিবারের মধ্যে আলাপ হয়েছে। এবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
ফেসবুক থেকে

প্রিয়ন্তী উর্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক। ২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন উর্বী। ২০২০ সালের শেষ ভাগে বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে নাম লেখান।

২০২২ সালে চরকির অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্ত’র ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটিতে নাম লেখান। পরে ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’, ‘অপলাপ’, ‘কালপুরুষ’-এর মতো আলোচিত ওয়েব সিনেমা-সিরিজে তাঁকে পাওয়া গেছে।

আরও পড়ুন