এটিএন বাংলার জন্য চ্যানেল আইয়ের অন্যরকম শুভেচ্ছা

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের হাতে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন চ্যানেল আইয়ের প্রতিনিধিদল
ছবি : চ্যানেল আইয়ের সৌজন্যে

সচরাচর এমনটি দেখা যায় না। আজ সোমবার সকালে তেমনটি ঘটল। এটিএন বাংলার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে তেমনটি করে দেখাল চ্যানেল আই কর্তৃপক্ষ। চ্যানেলটির বর্ষপূর্তি উপলক্ষে ব্যান্ড পার্টির বহরসহ শুভেচ্ছা উপহার নিয়ে তেজগাঁও কার্যালয় থেকে কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে হাজির হয় চ্যানেল আইয়ের প্রতিনিধিদল।

দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। ২৭ বছর পূর্ণ করে ২৮ বছরে পদার্পণ করছে চ্যানেলটি। সোমবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলাকে শুভেচ্ছা জানিয়েছে দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। চ্যানেলটির জন্মদিন উপলক্ষে বিশেষ শুভেচ্ছা উপহার পাঠিয়েছে চ্যানেল আই। এদিন সকালে চ্যানেল আইয়ের প্রধান কার্যালয় থেকে একটি প্রতিনিধিদল রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার নিজস্ব কার্যালয়ে শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়।

বর্ষপূর্তি উপলক্ষে ব্যান্ড পার্টির বহরসহ শুভেচ্ছা উপহার নিয়ে তেজগাঁও কার্যালয় থেকে কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ে এভাবেই হাজির হয় চ্যানেল আইয়ের প্রতিনিধিদল।
ছবি : চ্যানেল আইয়ের সৌজন্যে

জানা গেছে, চ্যানেল আইয়ের কাছ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনব এই শুভেচ্ছায় অবাক হয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। মুগ্ধতা প্রকাশ করেছেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। এভাবে আরেকটি চ্যানেলের বর্ষপূর্তিতে অভিনব উপায়ে শুভেচ্ছা জানানোর প্রক্রিয়ায় প্রতিষ্ঠানের প্রতি প্রতিষ্ঠানের আন্তরিকতার সৌন্দর্য প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন কেউ কেউ।

‘অবিরাম বাংলার মুখ’ স্লোগান বুকে ধারণ করে ১৯৯৭ সালের ১৫ জুলাই যাত্রা শুরু করে এটিএন বাংলা। ওই দিন বিশ্বব্যাপী প্রথম বাংলা ভাষার সম্প্রচার ঘটে বাংলাদেশি চ্যানেলটির মাধ্যমে।

বিনোদনের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সমাজ ও সংস্কৃতি নিয়ে অনুষ্ঠান প্রচারের বিষয় প্রাধান্য দিয়ে আসছে এটিএন বাংলা। অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের খেলাধুলাকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিতেও চ্যানেলটি বদ্ধপরিকর বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।