চিত্রনাট্যকারেরা পরিবর্তন আনতে চান
সময়ের সঙ্গে বদলে যাচ্ছে গল্পের ধরন। দর্শকদের সমৃদ্ধ গল্প উপহার দিতে দায়বদ্ধতার জায়গা থেকে চিত্রনাট্যকারেরা পরিবর্তন আনতে চান। সেই লক্ষ্য নিয়েই গতকাল মঙ্গলবার চিত্রনাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৪-২৬) কার্যক্রম শুরু করে। এ জন্য তারা তরুণদের সচেতনতাও তৈরি করতে চায়।
গতকাল সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় নতুন কার্যনির্বাহী কমিটির ১৯ জন নাট্যকারকে পরিচয় করিয়ে দেন নাট্যকার সংঘের আজীবন সদস্য নাট্যকার মামুনুর রশীদ। নতুন কমিটির সভাপতি এজাজ মুন্না দায়িত্ব নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও নাট্যকারদের উদ্দেশে বলেন, ‘সময়ের সঙ্গে বদলে যাচ্ছে গল্প বলার ধরন। নানা মাধ্যমে এখন নানা ভঙ্গিতে গল্প বলা হয়। তাই আমাদের চিত্রনাট্যেও পরিবর্তন আনতে হবে। দর্শকদের রুচিশীল গল্প উপহার দিতে হবে।’
এ সময় তিনি আরও জানান, আগামী জুলাই মাস থেকে তরুণ চিত্রনাট্যকারদের নিয়ে কর্মশালা করতে চায় চিত্রনাট্যকার সংঘ। এখানে যুক্ত থাকবেন দেশের খ্যাতিমান চিত্রনাট্যকারেরা। তাঁরা টেলিভিশন নাটক, ফিল্ম, ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত থাকা প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে নিয়ে কাজ করবেন। এ সময় এজাজ মুন্না আরও জানান, তিন মাস অন্তর সাহিত্য আড্ডার আয়োজন করবে সংগঠনটি।
পরে এজাজ মুন্না নাট্যকার সংঘের ছয় উপদেষ্টার পরিচয় করিয়ে দেন। তাঁরা হলেন আবুল হায়াত, অধ্যাপক সৈয়দ মনজরুল ইসলাম, হারুন রশীদ, মাসুম রেজা, বৃন্দাবন দাস ও শিহাব শাহীন।
২০২৪-২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি এজাজ মুন্না এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন। অন্যদের মধ্যে রয়েছেন সহসভাপতি পান্থ শাহরিয়ার, শফিকুর রহমান, মোস্তফা মনন, আজম খান, টুকু মজনিউল, সাজিন আহমেদ বাবু যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক রাজীব মণি দাস, অর্থ সম্পাদক মনসুর রহমান চঞ্চল, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আহসান, তথ্যপ্রযুক্তি ও অনুষ্ঠান সম্পাদক এলিনা শাম্মি, আইন ও কল্যাণ সম্পাদক মানস পাল, দপ্তর সম্পাদক আফরিন জেসিকা, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক জুয়েল কবির, কার্যনির্বাহী সদস্য লিপি মনোয়ার, আহমেদ শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দীন সুমন, লিটু সাখাওয়াত।