চুপচাপ শেষ হচ্ছে মোশাররফ করিমের ‘কুরকাব’

মোশাররফ করিমছবি: প্রথম আলো

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত সিনেমা ‘চক্কর’। গত সপ্তাহে ছবিটি নিয়ে কথা বলার এক পর্যায়ে প্রথম আলোকে এই অভিনয়শিল্পী জানিয়েছিলেন, তিনি আরও ছবিতে অভিনয় করতে চান।

সোমবার জানা গেল, মোশাররফ করিম আরেকটি ছবির কাজ প্রায় শেষ করেছেন। সরকারি অনুদানের এ ছবিটির নাম ‘কুরকাব’। নূর ইমরান পরিচালিত ছবিটির শুটিংও প্রায় শেষের দিকে। শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে এ ছবিটি তৈরি হচ্ছে। ছবিতে তিনি ‘ইব্রাহিম বক্স’ চরিত্রে অভিনয় করেছেন।

মোশাররফ করিম

পরিচালক নূর ইমরান প্রথম আলোকে বলেন, ‘আর মাত্র এক দিনের শুটিং করলেই আমাদের ছবির শুটিং পুরোপুরি শেষ হবে। গত বছর আমরা এই ছবির শুটিং শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম, চুপচাপ কাজটা শেষ করতে। যেভাবে পরিকল্পনা ছিল ঠিক সেভাবেই এগিয়েছি।’

‘কুরকাব’ পরিচালক নূর ইমরানের তৃতীয় চলচ্চিত্র। এর আগে তিনি বানিয়েছিলেন ‘কমলা রকেট’ ও ‘পাতালঘর’। ‘কমলা রকেট’–এও মোশারফ ছিলেন, সে সিনেমাটিও তৈরি হয়েছিল শাহাদুজ্জামানের দুটি ছোটগল্প অবলম্বনে। ‘কুরকাব’ সিনেমার একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন মীর রাব্বি। এ ছাড়া বেশির ভাগ নতুন শিল্পীরাই অভিনয় করেছেন। পরিচালক জানালেন, চলতি বছরের সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন
‘চক্কর ৩০২’ সিনেমার পোস্টারে মোশাররফ করিম

এদিকে মোশাররফ করিম অভিনীত আরেকটি সিনেমা ‘বিলডাকিনি’ মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বাংলা নববর্ষে। এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র। এটিও সরকারি অনুদানের সিনেমা। এর আগে কয়েকবার মুক্তির কথা থাকলেও নানা কারণে পিছিয়ে গেছে ফজলুল কবীরের সিনেমাটি।

আরও পড়ুন