জন্মদিনে ‘কাছের মানুষ’

পূজা উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরে
ছবি: সংগৃহীত

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব টালিউডের দুই সুপারস্টার। এই দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন সিনেমাপ্রেমীরা। অবশেষে তাঁদের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। এবার ‘কাছের মানুষ’ ছবিতে এক পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ-দেব জুটি। ২০২১ সালে ছবিটির ঘোষণা এলেও এবার জানা গেল, ‘কাছের মানুষ’-এর মুক্তির তারিখ।

সিনেমার পোস্টারে মুখোমুখি টালিউডের দুই তারকা
ছবি: সংগৃহীত

পূজা উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরে। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা দেব এ ঘোষণা দেন। ছবিটির পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, ‘এবার পূজা কাটুক “কাছের মানুষ”-এর সঙ্গে। ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আমরা প্রস্তুত।’ পোস্টারে ৩০ সংখ্যার ওপরই হাসিমুখে বসে থাকতে দেখা যাচ্ছে দেব ও প্রসেনজিৎকে। এদিন আবার প্রসেনজিতের জন্মদিন। প্রযোজকের খাতায় আগেই নাম লিখিয়েছেন দেব। ‘কাছের মানুষ’ ছবিটি প্রযোজনা করেছে দেবের প্রযোজনা সংস্থা।

প্রসেনজিতের জন্মদিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে
ছবি: সংগৃহীত

এই প্রথমবার কোনো ছবির প্রধান চরিত্রে রয়েছেন এই দুই তারকা। দুই প্রজন্মের এই দুই সুপারস্টারকে এর আগে দুটি সিনেমায় একসঙ্গে দেখা গেছে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’-এ পর্দা ভাগ করেছিলেন তাঁরা। তবে সেই সিনেমার কেন্দ্রে ছিলেন আরও কয়েকজন। এ ছাড়া দেব প্রযোজিত প্রথম সিনেমা ‘ককপিটে’ও ছিলেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ সেখানে অভিনয় করেছিলেন অতিথিশিল্পী হিসেবে।
‘কাছের মানুষ’ সিনেমাটি নির্মাণ করেছেন পথিকৃৎ বসু। এর আগেও বেশ কিছু সফল সিনেমা উপহার দিয়েছেন তরুণ এই পরিচালক। তার মধ্যে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘টোটাল দাদাগিরি’, ‘ফিদা’ ও ‘কে তুমি নন্দিনী’ উল্লেখযোগ্য। ছবিটিতে দেব ও প্রসেনজিৎ ছাড়া আরও অভিনয় করেছেন ইশা সাহা। প্রথমবারের মতো দেবের প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন ইশা।

কাছের মানুষ’ ছবিটি প্রযোজনা করেছে দেবের প্রযোজনা সংস্থা।
ছবি: সংগৃহীত

গত বছর মহালয়ার দিন ‘কাছের মানুষ’ ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন প্রযোজক-অভিনেতা দেব। প্রকাশ করা হয় মোশন পোস্টারও। সেই পোস্টারে দেখা যায়, রেললাইনের দুই ধারে বসে প্রসেনজিৎ ও দেব। গত ২৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে ‘কাছের মানুষ’ ছবির শুটিং। আপাতত চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।