দেব

কলকাতার বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের জন্ম ১৯৮২ সালের ২৫ ডিসেম্বর। তাঁর বাবা গুরু অধিকারী ও মা মৌসুমী অধিকারী। দীপালি নামে দেবের এক বোন আছেন। দেবের ডাকনাম রাজু।

দেবের শৈশবের বেশির ভাগ সময় কাটে মামার সঙ্গে। দেব বন্দ্রার পুরস্তম হাইস্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি নেন। পড়াশোনা শেষ করে ২০০৫ সালে প্রথম যে চাকরি পেয়েছিলেন, তার বেতন ছিল ৩০ হাজার রুপি। কিন্তু কারও অধীনে চাকরি করতে চাননি তিনি। মা-বাবার অমতে চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে পড়েন। শুরুতে ছিলেন আব্বাস মস্তানের সহকারী। ছবির নাম ‘টারজান দ্য ওয়ান্ডার কার এই কাজটাই পছন্দ হয়ে গেল।

শুরুটা মুম্বাইয়ে হলেও দেব সেখানকার কোনো ছবিতে অভিনয় করতে চাননি। ২০০৬ সালে প্রবীর নন্দীর ‘অগ্নিশপথ’ সিনেমার মধ্য দিয়ে কলকাতার বাংলা সিনেমায় অভিষেক ঘটে দেবের। এতে তাঁর সহশিল্পী রচনা ব্যানার্জি। ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও সে সময় শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে রবি কিনাগী পরিচালিত ‘আই লাভ ইউ’ ছবিতে অভিনয় করেন। এই ছবির সাফল্যের পরও দেবকে ১৪ মাস অভিনয় থেকে দূরে থাকতে হয়। তিনি মুম্বাই চলে যান এবং সেখানে কোরিওগ্রাফার এজাজ গুলাবের কাছে নাচ ও ফাইটিং শেখেন।

২০১০ সালে দেব স্টার আনন্দ সেরা নতুন প্রতিভা অ্যাওয়ার্ড অর্জন করেন। সে বছর ‘সেদিন দেখা হয়েছিল’ ও ‘দুই পৃথিবী’ ছবিতে অভিনয় করেন। দুই পৃথিবী ছবিটি দারুণভাবে ব্যবসায়িক সফলতা লাভ করে।

২০০৮ সালে দেব ও শুভশ্রী জুটির ‘চ্যালেঞ্জ’ ছবিটি মুক্তি পায়। এর পর একে একে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’, ‘রোমিও’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। ছবিগুলোতে অভিনয় করার সময় বাস্তব জীবনেও তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর ২০১৩ সালে তাঁদের সম্পর্কের ইতি ঘটে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন।

আরও