‘পদাতিক’ মুক্তি কবে, জানালেন সৃজিত মুখার্জি

মৃণাল সেন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীছবি: ফেসবুক থেকে

ভারতের কিংবদন্তি সিনেমা নির্মাতা মৃণাল সেনের জীবনীভিত্তিক সিনেমা ‘পদাতিক’ মুক্তি পাচ্ছে ১৫ আগস্ট। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসুবক পোস্টে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জি। তাঁর সেই পোস্টে ছবিটির একটি পোস্টারও যুক্ত ছিল।

মৃণাল সেন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ছবিটিতে এই অভিনেতা ছাড়াও মনামী ঘোষ, জিতু কমলসহ আরও অনেকে অভিনয় করেছেন।
এর আগে ১৪ মে পদাতিক সিনেমার ১ মিনিটি ৩৭ সেকেন্ডের ট্রিজার প্রকাশিত হয়েছে। এ সিনেমায় মৃণাল সেনের শৈশব থেকে সিনেমায় আসার গল্প, নির্মাণ ও তাঁর ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসুবক পোস্টে ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জি
ছবি: ফেসবুক থেকে

এই বায়োপিকে মৃণাল সেন কীভাবে নির্মাতা হন, সেই প্রসঙ্গ থেকে পরবর্তী সময়ে মানুষের জন্য কথা বলার মাধ্যম হিসেবে সিনেমাকে বেছে নেওয়া, তাদের সংগ্রাম, তাদের বেঁচে থাকা না-থাকার গল্প সেলুলয়েডে তুলে ধরা—সেই গল্পগুলো প্রশংসিত হয় বিশ্ব সিনেমা অঙ্গনে।

গত বছর ১৫ জানুয়ারি শুরু হয় পদাতিক-এর শুটিং। কলকাতা, মুম্বাইসহ বেশ কিছু স্থানে শুটিং হয়। দেশের বাইরেও কিছু দৃশ্য ধারণ করতে হয়েছে।
গত বছর মৃণাল সেনের জন্মশতবার্ষিকী ছিল। তাঁকে শ্রদ্ধা জানাতেই প্রয়াত পরিচালকের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে সৃজিত মুখার্জি তৈরি করছেন পদাতিক।

আরও পড়ুন