হেমা কমিটির ছায়া পশ্চিমবঙ্গে ‘সুরক্ষা বন্ধু’

কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাসফেসবুক পেজ থেকে সংগৃহীত

চিকিৎসক ধর্ষণ ও হত্যা নিয়ে তীব্র প্রতিবাদে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। আন্দোলনের উত্তাপ ছড়িয়েছে গোটা ভারতে। এর মধ্যে দক্ষিণ ভারতে মি টু ঝড়ের তদন্ত প্রতিবেদন তথা হেমা কমিটির চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ্যে আসতেই আবারও নড়েচড়ে বসেছে প্রশাসন। মালয়ালম চলচ্চিত্র শিল্পের বাঘা বাঘা তারকাকে নিয়ে আসছে ভয়ানক সব যৌন নিপীড়নের তথ্য। মামলা হয়েছে ১৭টি। হেমা কমিটিকে সাধুবাদ জানাচ্ছেন সে দেশের বিনোদন–জগতের মানুষ।
এবার দক্ষিণকে অনুসরণ করল টলিউড। অভিনেত্রীদের সঙ্গে হওয়া যৌন হেনস্তা দমনে হেমা কমিটির আদলে সুরক্ষা কমিটি খুলেছে টলি ফেডারেশন। অভিনেত্রীদের জন্য সুরক্ষা বন্ধু খোলার আনুষ্ঠানিক ঘোষণা দেয় ফেডারেশন। কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস। কাজ করতে এসে সব দিক থেকে অভিনেত্রীরা যাতে সুরক্ষা পান এবং নির্যাতনের শিকার হলে তার বিচার পান, সে বিষয়ে সহযোগিতা করবে এই কমিটি।

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার পর নারী সুরক্ষা কমিটি তৈরির আবেদন জানিয়ে বিনোদন–দুনিয়ার সব স্তরের সঙ্গে যুক্ত নারী কর্মীদের স্বাক্ষরসহ একটি চিঠি লেখা হয়
কোলাজ

স্বরূপ বলেন, কাজ করতে গিয়ে অনেকেই এমন ঘৃণ্য আচরণের শিকার হচ্ছেন। এ কথা খ্যাতনামা অভিনেত্রীরা জানিয়েছেন, যা একেবারেই কাম্য নয়। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে যাঁরা এখন কাজ করছেন, তাঁরা যাতে সুস্থ পরিবেশে সৃজনশীল কাজ করতে পারেন, তাঁর জন্যই এই কমিটি।

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনার পর নারী সুরক্ষা কমিটি তৈরির আবেদন জানিয়ে বিনোদন–দুনিয়ার সব স্তরের সঙ্গে যুক্ত নারী কর্মীদের স্বাক্ষরসহ একটি চিঠি লেখা হয় ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ইমপা ও টেলি একাডেমির শীর্ষস্থানীয়দের। এর দুই দিনের মধ্যে বড় পদক্ষেপ নিল কর্তৃপক্ষ।
বিবৃতি দিয়ে সুরক্ষা কমিটির কার্যক্রম নিয়েও ধারণা দিয়েছে ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিটি গিল্ড থেকে একজন করে নারী সদস্য নিয়ে কমিটি গঠিত হবে।

অফিশিয়াল ই–মেইলে নিজের সমস্যা লিখিত জানাবেন ভুক্তভোগী অভিনেত্রী। এরই মধ্যে আইনজীবীদের সঙ্গেও বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছে। তাঁরাই অভিনেত্রীদের হয়ে লড়বেন। কেউ আর্থিকভাবে দুর্বল হলে তাঁর আইনি খরচ বহন করবে ফেডারেশন। যোগাযোগ করা হয়েছে প্রথম সারির সেবা প্রতিষ্ঠানের সঙ্গেও। নির্যাতনের শিকার হওয়া ব্যক্তির জন্য চিকিৎসা ও মানসিক বিপর্যয় রুখতে মনোবিদ রাখার ব্যবস্থাও থাকবে সুরক্ষা বন্ধুর মহতী কার্যক্রমে।