এবার তৈরি হচ্ছে সত্যেন্দ্রনাথ বসুর বায়োপিক, বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করবেন কে?
গত এক দশকে হিন্দি ও বাংলায় তৈরি হয়েছে নানা ধরনের বায়োপিক। নতুন খবর, এবার তৈরি হচ্ছে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর বায়োপিক।
পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিন জানিয়েছে, ছবিটি প্রযোজনা করবেন বলিউডের প্রখ্যাতি বাঙালি নির্মাতা সুজিত সরকার। এটি পরিচালনা করবেন বোধাদিত্য বন্দ্যোপাধ্যায়।
গুঞ্জন অনুযায়ী, প্রযোজক সুজিতের পছন্দের তালিকায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য ও যীশু সেনগুপ্ত। তবে শোনা যাচ্ছে, অনির্বাণের তুলনায় সত্যেন্দ্রনাথ বসুর বায়োপিক যীশুর অভিনয়ের সম্ভাবনা বেশি।
প্রযোজকেরা চাইছেন, ছবিটি দ্রুত তৈরি করতে। তাই চলতি বছরের শেষে ছবিটির শুটিং শুরু হতে পারে।
বাংলা ও হিন্দি—এ দুই ভাষায় তৈরি হবে ছবিটি। তবে, নায়ক বদলাবে না। যীশু আর অনির্বাণ, দুজনেই এর আগে হিন্দি সিনেমায় কাজ করেছেন।
এ ছাড়া প্রযোজক জানিয়েছেন, ছবিটির বেশির ভাগ চরিত্রেই অভিনয় করবেন পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পীরা। থাকতে পারেন কয়েকজন বলিউড তারকাও।
গত বছর মুক্তি পাওয়া সৃজিত মুখার্জির আলোচিত সিনেমা ‘দশম অবতার’-এ একসঙ্গে দেখা যায় যীশু সেনগুপ্ত ও অনির্বাণকে।