কলকাতা চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার পেল বাংলাদেশের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে আজ পর্দা নামল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের। এ আসরে সেরা ছবির পুরস্কার পেয়েছে বাংলাদেশের ছবি ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ছবিটির সঙ্গে যৌথভাবে সেরা ছবির পুরস্কার পেয়েছে স্পেনের ‘আপন এন্ট্রি’ও। ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার’ পুরস্কারটি জিতে আনন্দে আত্মহারা ছবির পরিচালক মুহাম্মদ কাইউম।
পুরস্কার পেয়ে কাইয়ুম প্রথম আলোকে বললেন, ‘আমি যে কী খুশি হয়েছি, তা বলতে পারছি না। ভাষা হারিয়ে ফেলেছি। চার বছরের সাধনার ফল। সেরা পুরস্কার পাব, সেটা ভাবতেই পারিনি। কৃতজ্ঞ কলকাতার কাছে। আমার ভালো লাগা ও ভালোবাসার শহর এই কলকাতা। আমার এটি প্রথম ছবি। আর পুরস্কারও প্রথম। ভালো থাকবেন কলকাতা ও কলকাতার ছবিপ্রেমীরা।’
‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে হাওরের ধানকাটা কৃষক পরিবারের জীবনসংগ্রাম নিয়ে। হাওরের দরিদ্র কৃষকদের জীবিকার লড়াই নিয়ে। প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গী করে পেটের তাগিদে বেঁচে থাকার দুর্নিবার যুদ্ধকে সঙ্গী করে। ছবিটিতে অভিনয় করেছেন জয়িতা মহালনবিশ, উজ্জ্বল কবির, সুমি ইসলাম, সামিয়া আখতার, বাদল শহীদ, মাহমুদ আলম প্রমুখ। ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল গত ৪ নভেম্বর। এটি পরিচালকের প্রথম ছবি।
১৫ ডিসেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছিল ৮ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবের। ‘গোল্ডেন রয়্যাল বেঙ্গল টাইগার’–এর সঙ্গে পুরস্কারমূল্য ৫১ লাখ রুপি তুলে দেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।