হাসপাতালেও মেয়েরা নিরাপদ নন! চিকিৎসকের মৃত্যুতে ক্ষুব্ধ স্বস্তিকা
এক নারী চিকিৎসকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত কলকাতা। জানা গেছে, ধর্ষণের শিকার হয়েছেন ওই নারী চিকিৎসক, পরে তাঁকে খুন করা হয়। চিকিৎসকের মৃত্যুতে ক্ষুব্ধ অভিনয়শিল্পীরা। ইনস্টাগ্রামে প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু নিয়ে গতকাল শুক্রবার রাতভর উত্তপ্ত ছিল কলকাতা। কর্তব্যরত অবস্থায় হাসপাতালেই যৌন নির্যাতনের শিকার হন ওই নারী চিকিৎসক, যা ময়নাতদন্তের প্রতিবেদনে স্পষ্ট হয়ে গেছে।
যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে এখনো চিকিৎসকের মৃত্যু নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় এবার গর্জে উঠলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। হালে বাংলাদেশের ছাত্র মৃত্যুর ঘটনায় সরব ছিলেন স্বস্তিকা। রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য করতেও কখনো পিছপা হন না নায়িকা। আপাতত যুক্তরাজ্যে রয়েছেন স্বস্তিকা। তবে নিজের শহরে ঘটে যাওয়া এমন ঘটনা দেখে চুপ রইলেন না তিনি।
আজ শনিবার সকালে ইনস্টাগ্রাম পোস্টে অভিনেত্রী লেখেন, ‘নিন্দা জানানোর ভাষা নেই। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল বলে তার দিকে আঙুল তুলব না। একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়?’