২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অনুপম খেরের সঙ্গে দেখা হলো দেবের, ‘বাঘা যতীন’ নিয়ে কী বললেন বলিউড তারকা

অনুপম খেরের সঙ্গে দেব। ছবি : এক্স

গতকাল মঙ্গলবার ‘কুচ ভি হো সাকতা হ্যায়’ নামে একটি নাটকে অংশ নিতে কলকাতায় এসেছিলেন বলিউড তারকা অনুপম খের। অভিনেতার কলকাতায় আসার খবর পেয়ে বিমানবন্দরে ছুটে যান পশ্চিমবঙ্গের অভিনেতা, প্রযোজক ও সংসদ সদস্য দেব। কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দেখা হয় দুজনের। বিমানবন্দরে একান্তে কথা বলেন তাঁরা। দেব তাঁর নতুন সিনেমা ‘বাঘা যতীন’-এর কথা জানান অনুপম খেরকে। বলিউডের এই তারকা দেবের সিনেমার সাফল্য কামনা করেন। একই সঙ্গে ভারতের স্বাধীনতাসংগ্রামী বাঘা যতীনকে নিয়ে সিনেমা নির্মাণের জন্য দেবের প্রশংসাও করেন।

পরে দেবের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে অনুপম খের এক্সে (সাবেক টুইটার) লিখেছেন,‘আমার অন্যতম প্রিয় বাংলা অভিনেতা দেবের সঙ্গে কলকাতা বিমানবন্দরে দেখা হলো। ওর আসন্ন ছবি “বাঘা যতীন”-এর জন্য রইল অনেক শুভেচ্ছা। ছবিটি হিন্দিতেও মুক্তি পাবে।’

আরও পড়ুন

দুর্গাপূজায় দেব অভিনীত সিনেমা ‘বাঘা যতীন’ মুক্তি পাবে সারা ভারতেই। এই যোদ্ধার সংগ্রাম ও আত্মত্যাগ নিয়ে তৈরি হয়েছে ছবিটি।

‘বাঘা যতীন’ সিনেমার শুটিংয়ে দেব
ছবি : দেবের ফেসবুক পেজ থেকে

সিনেমায় বিপ্লবী বাঘা যতীনের চরিত্রে অভিনয় করেছেন দেব নিজেই। সিনেমাটির ঝলক মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।

বাঘা যতীন ছবির পরিচালক অরুণ রায় জানিয়েছেন, ছবিতে দেবকে দেখা যাবে বেশ কটি লুকে। এখন পর্যন্ত প্রচারের আলোয় এসেছে দেবের চারটি লুক। তিনি এ কথাও বলেছেন, এক বছরের বেশি সময় লেগেছে বাঘা যতীন ছবির চিত্রনাট্য তৈরি করতে।
বাঘা যতীনের আসল নাম যতীন্দ্র নাথ মুখার্জি। কথিত আছে, একসময় জঙ্গলে গিয়ে তাঁর হাতে থাকা নেপালি ড্যাগার দিয়ে বাঘকে হত্যা করে ‘বাঘা’ উপাধি পেয়েছিলেন। সিনেমাটিতে বাঘের সঙ্গে লড়াইয়ের দৃশ্যও রয়েছে।

এই বিপ্লবী নেতা বাঘা যতীনের জন্ম ১৮৭৯ সালের ৭ ডিসেম্বর, বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালীতে। মাত্র ৩৫ বছর বয়সে ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর প্রয়াত হন তিনি।

অনুপম খেরের সঙ্গে দেব। ছবি : এক্স

‘বাঘা যতীন’সিনেমাটি প্রযোজনা করেছে দেবের সংস্থা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার। দেব ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, শ্রীলা দত্ত, সামিউল আলম, রোহন ভট্টাচার্য, শোয়েব কবির, কার্ল এ হার্ট প্রমুখ তারকারা।