মিঠুন চক্রবর্তী কলকাতা হাইকোর্ট থেকে সাময়িক স্বস্তি পেলেন

মিঠুন চক্রবর্তীফাইল ছবি

অভিনেতা, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতায় দায়ের হওয়া মামলায় সাময়িক স্বস্তি পেলেন। গত বছরের ২৭ অক্টোবর কলকাতার সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, এমন কিছু উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ।
ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিঠুন চক্রবর্তী আমিত শাহর সামনেই ওই বক্তব্য পেশ করেন। সেই বক্তব্যকে সামনে এনে কলকাতার বউবাজার ও বিধাননগর দক্ষিণ থানায় দুটি পৃথক মামলা করেন দুই তৃণমূল সমর্থক।

আরও পড়ুন

বউবাজার থানার আবেদনকারীর নাম প্রকাশ্যে না এলেও বিধানগর থানার আবেদনকারীর নাম এসে যায়। আবেদনকারী সল্টলেকের সেক্টর-১–এর বাসিন্দা কৌশিক সাহা। তিনি অভিযোগ করেছেন, বলিউড তারকা ও ভারতের সাংস্কৃতিক অঙ্গনের সর্বোচ্চ ‘দাদা সাহেব ফালকে’ পদক পাওয়া অভিনেতা মিঠুন চক্রবর্তী ২৭ অক্টোবর সল্টলেকের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনকালে কিছু সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেন। আর সেই বক্তব্যকে কেন্দ্র করে দুটি পৃথক মামলা করেন দুই তৃণমূল কর্মী-সমর্থক। তাঁরা এই বক্তব্য নিয়ে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানান।

বিজেপির ব্রিগেডের সমাবেশে মিঠুন চক্রবর্তী। কলকাতা,পশ্চিমবঙ্গ, ৭ মার্চ
ফাইল ছবি

বিজেপি বলেছে, যদিও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে তৃণমূল দল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবীরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। অথচ মিঠুন চক্রবর্তীর বক্তব্যের পর তৃণমূলের দুই কর্মী-সমর্থক পৃথকভাবে দুটি মামলা করেছে দুটি থানায়, বউবাজার ও বিধাননগর দক্ষিণ থানায়।

আরও পড়ুন

এরপরেই মিঠুন চক্রবর্তী বিধাননগর থানায় দায়েরকৃত মামলা খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেন। সেই মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ গতকাল এক নির্দেশে আগামী ২০ মে পর্যন্ত মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশকে। ওই মামলার কলকাতা হাইকোর্ট তদন্ত স্থগিত করে দেন। এবং সব পক্ষের বক্তব্য হলফনামার মাধ্যমে পেশ করার নির্দেশ দেন। এবং আদালতে কাগজপত্র পেশের পর মে মাসে ওই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন।