ফারিণ এবার দেবের নায়িকা

তাসনিয়া ফারিণ। ছবি: খালেদ সরকার

আবারও টালিউড সিনেমায় বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, টালিউডের জনপ্রিয় অভিনেতা দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে। পারিবারিক ঘরানার ছবিটির শিরোনাম ‘প্রতীক্ষা’। পরিচালনা করবেন অভিজিৎ সেন।

ওটিটি প্ল্যাটফর্ম ও ইউটিউবের সুবাদে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছেও তাসনিয়া ফারিণের জনপ্রিয়তা রয়েছে। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’তে অভিনয়ের মধ্য দিয়ে টালিউডে অভিষেক হয় তাঁর। দর্শকদের ভালোবাসার সঙ্গে সমালোচকদেরও প্রশংসা কুড়ান ফারিণ। সিনেমাটিতে অভিনয়ের জন্য ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এর আসরে সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার হাতে তুলে নেন অভিনেত্রী।

তাসনিয়াকে অতনু রায়চৌধুরীই নির্বাচন করেছেন। তাঁর অভিনয় আমারও খুব ভালো লাগে। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।
অভিজিৎ সেন

ফারিণকে নির্বাচন করার বিষয়ে সংবাদমাধ্যমটিকে পরিচালক অভিজিৎ বলেন, ‘তাসনিয়াকে অতনু রায়চৌধুরীই নির্বাচন করেছেন। তাঁর অভিনয় আমারও খুব ভালো লাগে। দেবের সঙ্গে জুটি হিসেবে আমরা নতুন কাউকে চাইছিলাম।’

দেব
ছবি : প্রথম আলো

‘প্রতীক্ষা’র কাহিনি এখনই খোলসা করতে চাননি নির্মাতারা। তবে নামের মধ্যেই যে ছবির গল্পের নির্যাস লুকিয়ে আছে, এটুকু আন্দাজ করা যায়। পরিচালক জানালেন, গল্প চূড়ান্ত। চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। ‘প্রতীক্ষা’র চিত্রনাট্য লিখছেন শুভদীপ দাস।

মাঝে শোনা গিয়েছিল ‘কাছের মানুষ’-এর পর আবারও এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেবকে দেখা যাবে। কিন্তু এবার জানা গেল, না, সেটা হচ্ছে না। মিঠুন ও দেবের পরীক্ষিত ম্যাজিকেই আস্থা রেখেছেন নির্মাতারা।

তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর সৌজন্যে

‘প্রজাপতি’তে মিঠুন ও দেবকে বাবা-ছেলে হিসেবেই দেখা গিয়েছিল। একই বিষয়ের পুনরাবৃত্তি হতে চলেছে কি? প্রযোজক অতনু আশ্বস্ত করে বললেন, ‘মিল ওই একটা জায়গাতেই। প্রেক্ষাপট, পরিস্থিতি সবটাই আলাদা।’

দেব-অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরীকে বর্তমান সময়ে টালিউডের সফলতম ত্রয়ী বলা যায়, তাঁদের হিটের হ্যাটট্রিক হয়েছে। এবার চতুর্থ সিনেমা তৈরির পথে তাঁরা। ‘টনিক’, ‘প্রজাপতি’, ‘প্রধান’-এর পর তাঁদের ‘প্রতীক্ষা’ কতটা সফলতা পায়, তা দেখার অপেক্ষায় সবাই।

আরও পড়ুন

নির্মাতাদের বরাত দিয়ে আনন্দবাজার আরও জানিয়েছে ‘প্রতীক্ষা’র শুটিং শুরু হবে নভেম্বর মাসে। এর সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যধারণ হবে।