হবু বাবা পরমব্রত জানালেন নতুন সিদ্ধান্তের কথা
গত মাসেই পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রথমবারের মতো ‘বাবা’ হচ্ছেন তিনি। তখন পরমব্রত জানিয়েছিলেন তাঁর স্ত্রী প্রিয়া চক্রবর্তী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এবার অভিনেতা জানালেন, অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে কাজ থেকে বিরতি নিচ্ছেন তিনি।
চলতি বছরের শুরু থেকেই টানা কাজ করছেন পরম। একের পর এক ছবি তাঁর হাতে। শুটিং ঝড়ের গতিতে সারছেন তিনি। সদ্য শেষ করলেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ ছবির কাজ। এ ছবির কাজ মিটতেই ইশা সাহার সঙ্গে পরের ছবির শুটিংয়ে ব্যস্ত পরম। কেন এত দ্রুত কাজ সারছেন অভিনেতা?
আনন্দবাজার ডটকমকে পরমব্রত বলেন, ‘ফেব্রুয়ারি মাসে আমি আর পিয়া চক্রবর্তী জানিয়েছি, আমরা মা-বাবা হতে চলেছি। জুন মাসে হয়তো সন্তান জন্ম নেবে। এই সময় পিয়ার পাশে আমার বেশি থাকা দরকার ছিল। কাজের চাপে যেটা আমি পারিনি। তাই মে মাস থেকে সম্ভবত পিতৃত্বকালীন ছুটি নেব।’
পরমব্রত জানান, সন্তানের জন্মের পর দুই মাস পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি। পরমব্রতর কথায়, ‘নিজের চোখে সন্তানের বেড়ে ওঠা দেখতে চাই। একই সঙ্গে পিয়ার পাশে থেকে ওর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্তানপালনের দায়িত্ব ভাগ করে নিতে চাই। কারণ, স্ত্রী অন্তঃসত্ত্বা মানেই স্বামীর দায়িত্ব শেষ নয়। বরং বেশি করে স্ত্রীকে আগলে রাখা। কারণ, এই সময় ভালো–মন্দ সবকিছুই স্ত্রী একমাত্র স্বামীর সঙ্গেই ভাগ করতে চায়।’
এর আগে বলিউডে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন রণবীর সিং। দীপিকা পাড়ুকোন অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তিনি জানিয়েছিলেন, বাবা হিসেবে নতুন মা এবং সদ্যোজাত সন্তানের পাশে থাকা তাঁর দায়িত্ব।
তাই তিনি নির্দিষ্ট সময়ের জন্য অভিনয় থেকে দূরে থাকবেন। বাংলায় কি পরমব্রত সেই দৃষ্টান্ত তৈরি করতে চলেছেন? প্রশ্ন শুনে হেসে ফেলেছেন তিনি। জানিয়েছেন, এর আগেও নিশ্চয়ই কেউ না কেউ এটা করেছেন। হয়তো জানা যায়নি।
২০২৩ সালের নভেম্বরে খুব কাছের কয়েকজন মানুষকে নিয়ে বাড়িতেই আইনি বিয়ে সারেন পরম-প্রিয়া।