মিম-সাফাদের চেয়ে এগিয়ে, শাকিব–ফারিণদের চেয়ে পিছিয়ে দুলকার সালমান

দুলকার সালমান। ছবি: ফেসবুক

দক্ষিণের জনপ্রিয় তারকা দুলকার সালমান। ‘চার্লি’, ‘সীতা রাম’খ্যাত এই তারকা ভারত ছাড়িয়ে প্রশংসিত বাংলাদেশেও। দেশেও রয়েছে তাঁর অনেক ভক্ত। তাঁকে নিয়ে রয়েছে একাধিক ফেসবুক গ্রুপ। মজার ব্যাপারে হচ্ছে, জনপ্রিয় নায়ক ফেসবুক পেজের অনুসারীতে বিদ্যা সিনহা মিম, সাফা কবিরদের চেয়ে এগিয়ে থাকলেও ঢালিউড চিত্রনায়ক শাকিব খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণদের চেয়ে পিছিয়ে রয়েছেন।

২০১৬ সাল থেকে ফেসবুক ব্যবহার শুরু করেন দুলকাল সালমান। কিন্তু বলিউডের তারকাদের সিনেমা দিয়ে টেক্কা দিলেও ফেসবুক অনুসারীতে পিছিয়ে এই তারকা। তাঁর ফেসবুক অনুসারী মাত্র ৬৭ লাখ; যা বাংলাদেশের অনেক তারকার চেয়ে কম। এর কারণ হিসেবে এই অভিনেতা এর আগে গণমাধ্যমে জানিয়েছিলেন, তিনি দুই বছর আগেও ফেসবুকে তেমন সরব ছিলেন না। এ ছাড়া তাঁর দক্ষিণের ভক্তরাও তুলনামূলক কম ফেসবুক ব্যবহার করেন। ফেসবুক অনুসারী কম থাকলেও সিনেমা দিয়ে বছরজুড়ে দক্ষিণে এমনকি ভারতের মধ্যে আলোচনায় থাকেন তিনি।

থাইল্যান্ডে বেড়াতে গেছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। এ ছবি শেয়ার করে মিম লিখেছেন, ‘সুখী হও, উজ্জ্বল হও তুমি।’

বাংলাদেশের অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম নিয়মিত ফেসবুকে সরব থাকেন। কাজের খবর থেকে ব্যক্তিগত নানা খবরও তিনি ফেসবুকের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন। বিভিন্ন সময় সামাজিক মাধ্যমেও তিনি আলোচনায় থাকেন। এই অভিনেত্রীর ফেসবুক অনুসারী ৬৫ লাখ। বর্তমান তাঁকে বেশির ভাগ সময় ফেসবুকে ছবি পোস্ট করতে দেখা যায়। সর্বশেষ তিনি আলোচনায় আসেন রায়হান রাফীর ‘পরান’ সিনেমা দিয়ে।

সাফা কবির

নাটকের জনপ্রিয় মুখের একজন সাফা কবির। নাটকে জনপ্রিয়তার কারণে তরুণদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা বেশ। বেশির ভাগ তরুণই তাঁর ফেসবুক অনুসারী। তাঁকে নিয়ে নাটকের গ্রুপগুলোতেও আলোচনা হয়। মূলত কাজ দিয়েই তিনি তরুণদের কাছে আলোচনায় থাকেন। একসময়ে ফেসবুকে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন। নাটকের বাইরে রান্না, মেকআপসহ বিভিন্ন সময় পছন্দের ভিডিও ভক্তদের জন্য প্রকাশ করেছেন। যা তাঁকে আরও বেশি আলোচনায় রেখেছে। বর্তমানে তাঁর ফেসবুক অনুসারী ৬৫ লাখ।

তাসনিয়া ফারিণ
ছবি : কবির হোসেন

ছোট পর্দা দিয়ে জনপ্রিয়তা পেলেও পরবর্তী সময়ে ওটিটি ও সিনেমায় আলোচিত হন তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাঁর মতে, অল্প সময়ের ক্যারিয়ারে ভক্তদের কাছে প্রত্যাশার চেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন। যা তাঁর ফেসবুক অনুসারী বাড়িয়েছে। তিনি নিয়মিত ফেসবুকে সরব থাকেন। কাজ, ঘোরাঘুরিসহ নানা রকম ভিডিও তাঁকে নিয়মিত প্রকাশ করতে দেখা যায়। আলোচিত এই অভিনেত্রীর ফেসবুক অনুসারী ৬৯ লাখ।

শাকিব খান। ছবি: ফেসবুক

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সিনেমা কিংবা ব্যক্তিগত কারণে বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। গত ঈদ থেকে এই ঢালিউড কিং খ্যাত নায়ক ‘তুফান’ সিনেমা দিয়ে আলোচনায় রয়েছেন। নভেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে আরেক সিনেমা ‘দরদ’। এটি পরিচালনায় অনন্য মামুন। এবার ঈদ ছাড়া দীর্ঘ বিরতি দিয়ে পর্দায় আসছেন শাকিব খান। যা তাঁকে নতুন করে আলোচনায় রেখেছে। ঢালিউড এই তারকার আলাদা ভক্ত রয়েছে। তাঁকে নিয়ে রয়েছে একাধিক ফেসবুক গ্রুপ। আলোচিত এই তারকার ফেসবুক অনুসারী ৬৯ লাখ। তিনি বেশির ভাগ সময় ফেসবুকে কাজের খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন।

বাংলাদেশের তারকাদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক অনুসারী পরীমনির—১ কোটি ৬০ লাখ। কোটির বেশি অনুসারী রয়েছে মেহজাবীন চৌধুরীর। এ ছাড়া কোটির কাছাকাছি ফেসবুক অনুসারী রয়েছে তাহসান খান ও পূর্ণিমাদের।