২১ বছর পর মাকসুদ ও প্রিন্স মাহমুদ
মাকসুদ ও প্রিন্স মাহমুদ দুজনেরই রয়েছে আলাদা শ্রোতাগোষ্ঠী। দেশীয় সংগীতের এই দুই তারকাকে সর্বশেষ এক গানে দেখা গিয়েছিল ২১ বছর আগে। দুজনের ভক্তদের জন্য দারুণ এক খবর শোনালেন প্রিন্স মাহমুদ—এই ঈদে তাঁর সুরে প্রকাশিত হচ্ছে মাকসুদের গান। ‘সাতে-পাঁচে’ শিরোনামের গানটির শেষ মুহূর্তের কাজ চলছে এখন।
২৬ বছর আগে ক্ষমা অ্যালবামে প্রিন্স মাহমুদের সুরে প্রথম গেয়েছিলেন ব্যান্ড তারকা মাকসুদ। এটিকে ৯০ দশকের অন্যতম সেরা ব্যান্ড মিক্সড অ্যালবাম বলা হয়। ১৯৯৬ সালে প্রকাশিত সেই অ্যালবামের সুপারহিট গান ‘কেন মন নিয়ে এত দাও যন্ত্রণা’ গেয়েছিলেন মাকসুদ, যা আজও সমান জনপ্রিয়। সেই সৃষ্টির ৫ বছর পর মাকসুদ গেয়েছিলেন ‘যত পারো তুমি’ শিরোনামে আরেকটি গান।
নতুন গানটি সৃষ্টির সঙ্গেও জড়িয়ে আছে ‘কেন মন নিয়ে এত দাও যন্ত্রণা’র রেশ। প্রিন্স মাহমুদ জানান, গত ৩০ জুন তিনি পুরোনো এই গানটি তাঁর ফেসবুকে শেয়ার করেন, যা ঘটার তাই ঘটল। ক্ষমা অ্যালবামটি নিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন অনেক ভক্ত–শ্রোতা। শত শত মন্তব্য আসতে থাকে সেই পোস্টে। মূলত ভক্ত-শ্রোতাদের সেই আবেগ আর আগ্রহ থেকেই নতুন গানটি তৈরির আগ্রহ পান প্রিন্স মাহমুদ।
প্রিন্স মাহমুদ বলেন, ‘এবার মাকসুদ ভাইয়ের জন্য একটু অন্য রকম অথবা একদমই নতুন ধাঁচের গান করেছি। এ গানটি সবার পছন্দ হবে। এক নতুন মাকসুদকে আবিষ্কার করবেন শ্রোতারা।’
গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। প্রিন্স মাহমুদের সুরে সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ভিডিও বানিয়েছেন নাজমুস সাদাত।
‘সাতে-পাঁচে’ গানের ভিডিও প্রকাশ হচ্ছে এই ঈদে জি-সিরিজের ব্যানারে।