মেয়েকে নিয়ে প্রথম আলোর ফেসবুক পেজে গান শোনাবেন টুলু
আজ রাতে গান শোনাবেন আশিকুজ্জামান টুলু ও তাঁর মেয়ে রোদিয়া। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে বেশ কয়েকটি গান শোনাবেন বাবা-মেয়ে। রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে উপভোগ করা যাবে তাঁদের গান।
করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশি শিল্পীরা। টুলু আজ শোনাবেন ‘এই দূর পরবাসে’ এবং ‘রেশমি জোছনা’। রোদিয়া শোনাবে তাঁর মৌলিক ‘এমনও দিনে তুমি নেই’, ‘এমন একটা সময় ছিল’ ও ‘কষ্ট দিতে দিতে তুমি ক্লান্ত’। বাবা-মেয়েকে কি–বোর্ড বাজিয়ে সহযোগিতা করবে টুলুর ছেলে নাওয়ার।
চাইম ও আর্ক ব্যান্ডের প্রতিষ্ঠাতা আশিকুজ্জামান টুলু সপরিবার বাস করছেন কানাডার টরন্টোতে। তিনি বলেন, ‘দেশ ছাড়ার দুই বছর আগে আমি “এই দূর পরবাসে” গানটি করেছিলাম। তখনো ভাবিনি যে কখনো পরবাসী হতে হবে। দূর থেকে এমন একটা সময়ে শ্রোতাদের গান শোনাতে পেরে আমারও ভালো লাগবে।’
‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে ইতিমধ্যে গান করেছেন শিল্পী তানভির আলম সজীব, রাহুল আনন্দ, প্রিয়াঙ্কা গোপ, কনক আদিত্য, ইমরান, কোনাল, পিন্টু ঘোষ, পুলক, পারভেজ, ঐশী, কিশোর, দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, অদিতি মহসিন, বেলাল খান, সাব্বির, রন্টি দাস, হায়দার হোসেন, ডিরকস্টার শুভ, হৈমন্তী রক্ষিত দাশ, ইউসুফ আহমেদ খান, আনুশেহ আনাদিল, ফিডব্যাক, দুই ভাই হৃদয় ও প্রত্যয় খান, সমরজিৎ রায়, মেহরাব, ইউসুফ, শান, তপন চৌধুরী, ওয়ারদা আশরাফ, মুহিন খান, লাবিক কামাল গৌরব, অনিমা রায়, রাজীব, রাকিবা ইসলাম ঐশি, অপু আমান, স্বরলিপি ও অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুক লাইভের পর এ অনুষ্ঠান দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।