মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪: গানে মনোনয়নপ্রাপ্ত সেরা আট
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৪–এর জানুয়ারি থেকে জুন পর্বের তারকা জরিপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পাঠক পত্রিকার কুপন ও অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে প্রিয় তারকা ও তাঁর প্রিয় কাজকে ভোট দিয়েছেন। সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা আট নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এই ভোট কার্যক্রম চলেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে।
আগামী পর্ব জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৫ সালের জানুয়ারি মাসে। দুই পর্ব থেকে মনোনয়নপ্রাপ্তরা চূড়ান্ত মনোনয়নের জন্য লড়বে।
সেরা গায়িকা
অবন্তী সিঁথি–বেঁচে যাওয়া ভালোবাসা (দেয়ালের দেশ) l
কনা–দুষ্টু কোকিল (তুফান) l
কোনাল–রাজকুমার (রাজকুমার) l
তাসনিয়া ফারিণ–রঙে রঙে রঙিন হব l
দেবশ্রী অন্তরা–লাগে উড়াধুরা (তুফান) l
নন্দিতা–মেঘবালিকা (কাছের মানুষ দূরে থুইয়া) l
ন্যান্সি–নিন্দুকে (লিপস্টিক) l
পড়শি–কেমন জানি করে মন (গোলাপ গ্রাম)
সেরা গায়ক
অর্ণব–তাঁতী l
আসিফ আকবর–চিরদিনের জীবনসঙ্গিনী l
ইমরান মাহমুদুল–ভালোবাসি বলে যাও l
তাহসান খান–রঙে রঙে রঙিন হব l
প্রীতম হাসান–লাগে উড়াধুরা (তুফান) l
বালাম–রাজকুমার (রাজকুমার) l
মাহতিম শাকিব–মেঘবালিকা (কাছের মানুষ দূরে থুইয়া l
হাবিব ওয়াহিদ–ফেঁসে যাই (তুফান)