বাবা আমার বন্ধু, আম্মু আমার হেডমিসট্রেস
হঠাৎ মাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কণ্ঠশিল্পী মিলা। তাঁর জীবনে মায়ের অবদান তুলে ধরে অনুসারীদের আহ্বান জানালেন, সবাই যেন মায়ের যত্ন নেন। হঠাৎ কেন তাঁর মাকে মনে পড়ল? তারও চমৎকার যুক্তি দিয়েছেন, ‘মাকে কৃতজ্ঞতা জানাতে বা তাঁর কাছে কোনো দোষের জন্য ক্ষমা চাইতে আমি মনে করি না আমাদের কারও একটা “মাদার্স ডে” দরকার।’
মায়ের স্মরণে মিলা আজ ফেসবুকে লিখেছেন, ‘আমার মা, ১৮ বছর বয়সে আমাকে জন্ম দেন। দীর্ঘ পাঁচ ঘণ্টা প্রসব যন্ত্রণার পর ঢাকা সিএমএইচে জন্ম দেন। যদিও আমি আমার বাবার বেশি ঘনিষ্ঠ ছিলাম। বাবা আমার বন্ধু আর আমার আম্মু আমার হেডমিসট্রেস ছিলেন। কিন্তু আমার মায়ের কাছেই আমার সা রে গা মা পা শেখা, যার কারণে আজও আমি আপনাদের সবার মধ্যে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছি। আমি আপনাদের মিলা।’
মা-বাবার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে মিলা লেখেন, ‘কোভিড মহামারিতে আমরা অনেকেই আমাদের প্রিয় পিতা-মাতাকে হারাচ্ছি। সবাই আপনাদের পিতা-মাতার যত্ন নিয়েন। আপনার কোনো অন্যায়ের জন্য তাঁরা মনে দুঃখ পেয়ে থাকলে তাঁদের কাছে ক্ষমা চাইবেন।’
এই পোস্টে মায়ের সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবিও পোস্ট করেছেন মিলা। মায়ের কোলে ছোট্ট মিলা।
দীর্ঘদিন সংগীত থেকে দূরে থাকলেও নতুন করে গানে ফিরেছেন মিলা। গত জুলাই মাসে উপলের সঙ্গে দ্বৈতকণ্ঠে মুক্তি পায় ‘বিজয়ের আহ্বান’ শিরোনামে এক গান। আর্জেন্টিনা-ব্রাজিলের খেলাকে সামনে রেখে গানটি প্রকাশ করে জি সিরিজ মিউজিক।
শূন্য দশকে ‘বাবুরাম সাপুড়ে’ দিয়ে দর্শক ও মঞ্চ মাতিয়েছিলেন মিলা।