নিলামে সুমীর নথ, ইমনের ম্যান্ডোলিন ও পাভেলের ড্রামস কিট
চিরকুটের কনসার্ট দেখেছেন আর শারমীন সুলতানা সুমীর নথ দেখেননি, এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। গায়কিতে মুগ্ধ হওয়ার পাশাপাশি সুমীর নথের সৌন্দর্যেও অনেকে বিমোহিত। আর ব্যান্ডের আরেক সদস্য ইমনের গিটার ও ম্যান্ডোলিন বাদনে মুগ্ধ হননি, এমন দর্শক পাওয়াও ভার। ঝাঁকড়া চুলে ড্রামস বাজিয়ে মুগ্ধ করেন পাভেল আরীন। চিরকুটের এই তিন সদস্যদের তিনটি প্রিয় জিনিস নিলামে উঠছে। করোনাভাইরাসে যে অসহায় পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে সহযোগী হতে তহবিল সংগ্রহে নামতেই এই নিলামের আয়োজন।
চিরকুটের তিন সদস্যের তিনটি জিনিস নিলামের তোলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন দলটির অন্যতম সদস্য শারমীন সুলতানা সুমী। জানা গেছে, সুমীর নথটি তিনি ২০১৬ সালে কিনেছিলেন। শখের এই নথ পরে কনসার্ট ও টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হন তিনি। সুমী বললেন, ‘নথ আমার খুব শখের। ঢাকার মৌচাক মার্কেট থেকে এটি সংগ্রহ করেছিলাম। কেনার পর থেকে এখন পর্যন্ত শতাধিক কনসার্টে এই নথ পরা হয়েছে। মাঝখানে নথটি একবার হারিয়ে যায়। অনেক খোঁজাখুজি শেষে পেয়ে যাই। আমার নিজেরই কেনা, নথটি ভীষণ প্রিয়।’
সুমীর নথ এখন ভক্তদের পাশাপাশি বন্ধু, শুভাকাঙ্ক্ষী আর আত্মীয়স্বজনের কাছেও বেশ পরিচিতি। তাই উপহারের প্রসঙ্গ এলেই নাকি নথ প্রাধান্য পায়। সুমী জানালেন, এখন তাঁর সংগ্রহে অনেক নথ আছে। সুমী তাঁর কেনা নথটি নিলামে তুলছেন। বললেন, ‘এটা শুধু একটি নথ নয়, আমার ভীষণ আবেগ ও ভালোবাসার বস্তু। নিলামের বিষয়টি যখন এল, তখন ভাবলাম প্রিয় জিনিসটাই হাতছাড়া করি, যা আমি বেশ যত্নে রেখেছি।’
সুমী জানান, চিরকুটের অন্য দুই সদস্য ইমনের ম্যান্ডোলিন ও পাভেলের ড্রামস কিট দুটি দুজনের ভীষণ পছন্দের, যা তাঁরা নিলামে তুলছেন। করোনার তহবিল সংগ্রহের আয়োজন করছে অকশন ফর অ্যাকশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এরই মধ্যে সংগঠনটি হুমায়ুন ফরীদি, তাহসান ও সাকিব আল হাসানের প্রিয় জিনিস নিলামে তুলেছে।