দশ বছর পর নতুন গান নিয়ে আরমান খান

আরমান খান
সংগৃহীত

প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের গাওয়া ‘চান্দের বাত্তির কসম লইয়া’, ‘দন্ত–ন না মূর্ধ–ন, কোনটা আসল মন’, আর্ক ব্যান্ডের হাসানের গাওয়া ‘লাল বন্ধু নীল বন্ধু’ এবং লোকগানের শিল্পী মমতাজের গাওয়া ‘নান্টু ঘটক’ গানের প্রসঙ্গ এলেই একটি নাম চলে আসে, তিনি আরমান খান। এমন আরও অনেক শ্রোতাপ্রিয় গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন তিনি। প্রখ্যাত সুরকার আলম খানের পুত্র আরমান খান এক দশকের বেশি সময় ধরে পেশাদার গানের সঙ্গে ছিলেন না। সেই আরমান খান এক দশক পর, নতুন গান প্রকাশ করলেন। ‘বন্ধু’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি লেখা, সুর ও সঙ্গীতায়োজন তাঁর।

আরমান খান
সংগৃহীত

আরমান খান জানান, আশির দশকে বাংলাদেশের বাংলা গানে শ্রোতারা যে স্টাইল পেতেন, তা নতুন করে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তিনি। তিনি বলেন, ‘আমাদের ছোটবেলায় যে স্টাইলের গান শুনতাম, তা এখন আর নেই। হাতেগোনা দু-একজন করে থাকেন। আমি এই গানের মাধ্যমে ৮০-এর দশককে ফিরিয়ে আনতে চেয়েছি। নতুন প্রজন্মকে সেই সময়ের গান সম্পর্কে ধারণা দিতে চেয়েছি। ওই স্টাইল আমাদের স্মৃতির মণিকোঠায় আজও নানাভাবে নাড়া দেয়। আমি যখন নতুন গানের কথা আমার কিছু বন্ধুকে শোনালাম, সবাই বললেন, আশির দশকের পপধারাকে নতুনভাবে তুলে আনা যায় কি না দেখতে। সে চেষ্টাই করেছি।’