গীতিকারের কাছে শিল্পীর আবদার

কিশোর দাস

সংগীতজীবনের শুরুতে আসিফ ইকবালের কথায় জীবনের প্রথম মৌলিক গানটি গেয়েছিলেন কিশোর। শিল্পীর প্রথম একক গানের অ্যালবামেও ছিল এই গীতিকবির লেখা গান। এবারই প্রথম আবদার করে চেয়ে নিলেন একটি গান। ‘সবটা জুড়ে তুমি’ শিরোনামের এই গানটির রেকর্ডিং ও ভিডিওর কাজ সম্প্রতি শেষ হয়েছে। আগামী সপ্তাহে গানচিলের ব্যানারে গানটি মুক্তি পাবে।

গীতিকার আসিফ ইকবাল

প্রথম আলোকে কিশোর বলেন, ‘গত ছয় মাসে আমি ও আসিফ ইকবাল ভাই প্রায় ১৫টি গানের কাজ করেছি। এর মধ্যেই আমার আবদার ছিল এমন একটা গান, যেটা শুনে মানুষ আমাকে নতুনভাবে পাবে। দুজন খুঁতখুঁতে মানুষ একসঙ্গে পাঁচটি গান করার পর “সবটা জুড়ে তুমি”কে নির্বাচন করাও ছিল কঠিন কাজ। আসিফ ভাই বললেন, “যেহেতু তোর সুর করা গান সব তুই সংগীত করিস, এই গানটার ভিন্নতার জন্য সাজিদ সরকারকে দিয়ে করাতে চাই।”’

কিশোর দাস

আসিফ ইকবাল বললেন, ‘এটা আমার খুব প্রিয় গীতিকবিতার একটা। কিশোর তার সামর্থ্যের সবটুক দিয়ে চেষ্টা করেছে। সমসাময়িক যেসব সুর সে করে, তার চেয়ে আলাদা কিছু একটা করার দারুণ চেষ্টা ছিল।’

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় ২০০৬ সালের প্রতিযোগী ছিলেন কিশোর দাস। এরই মধ্যে সংগীতের অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু এ প্রজন্ম নয়, এর আগে দুই প্রজন্মের শিল্পীদের কাছে খুবই পছন্দের তিনি।