অরিজিতের স্কুটিতে চড়ে কোথায় গেলেন শিরান

অরিজিৎ সিং ও এড শিরানকোলাজ

১৫ দিনের সফরে ভারতে আছেন জনপ্রিয় ব্রিটিশ গায়ক এড শিরান। গানে তিনি যেমন ভারত মাতাচ্ছেন, তেমনি গানের বাইরের ঘটনাও তাঁকে আলোচনায় আনছে। গত সপ্তাহে শ্রোতাদের চমকে দিয়ে বেঙ্গালুরুর রাস্তার পারফর্ম করতে শুরু করেন। মাঝপথে থামিয়ে দেয় পুলিশ। এড শিরানের সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এবার কলকাতার জিয়াগঞ্জের রাস্তায় স্কুটিতে দেখা গেল এড শিরানকে। তিনি ঘুরছেন ভারতের তুমুল জনপ্রিয় গায়ক অরিজিতের স্কুটিতে। অরিজিৎ স্কুটি চালাচ্ছেন, পেছনে বসা এড শিরান—১৫ সেকেন্ডের এমন একটি ভিডিওক্লিপ ব্রিটিশ এই গায়ক তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করেছেন। এড শিরানের এই পোস্টও ফেসবুক ছড়িয়ে পড়েছে।

অরিজিৎ সিং ও এড শিরান

জানা গেছে, অরিজিৎ সিং ও এড শিরানের ভিডিওটি ক্যামেরাবন্দী হয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। এড শিরান তাঁর ফেসবুক পোস্টের বর্ণনায় তা আরও নিশ্চিত হয়। শিরান তাঁর ফেসবুকে লিখেছেন, ‘অরিজিৎ সিং আমাকে তাঁর নিজের শহরে ঘুরিয়ে দেখাচ্ছিলেন, পুরো সময়টা দারুণ কেটেছে। মুহূর্তটা মনে রাখার মতো।’

জানা গেছে, সম্প্রতি জিয়াগঞ্জে এড শিরান। এরপর তাঁকে নিয়ে গঙ্গায় নৌকায় চড়েছেন অরিজিৎ। নৌকায় তাঁরা ঘোরাঘুরি করেছেন, ছবিও তুলেছেন। অরিজিৎ এবং শিরানকে দেখতে নদীর পাড়ে ভিড় করেন তাঁদের ভক্ত–শ্রোতারা। সেখান থেকে আবার অরিজিৎ সিংয়ের বাড়ি আসেন এড শিরান। বাড়িতে আসার সময়ই স্কুটির পেছনের বসেন শিরান, চালকের আসনে ছিলেন অরিজিৎ। সেই ভিডিওটি প্রকাশ করেছেন শিরান।

একমঞ্চে এড শিরান (বামে) ও অরিজিৎ সিং
ছবি : সংগৃহীত

ফেসবুকে প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, কালো জ্যাকেট এবং চোখে রোদচশমা পরে স্কুটি চালাচ্ছেন অরিজিৎ। তাঁর স্কুটির পেছনে বসে শিরান। তাঁর পরনেও কালো জ্যাকেট। দুই তারকাকে দেখতে রাস্তার ধারে ভিড় জমে গেছে। ভিডিওটি ‘অরিজিতিয়ান ফ্যানস’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। এড শিরানের পোস্ট করা ভিডিওটি ২২ ঘণ্টায় ২০ লাখের বেশি ভিউ হয়েছে। ভক্তরা মন্তব্যও করেছেন। ভিডিওটি নিয়ে দুই তারকার অনুরাগীরা ছিলেন উচ্ছ্বসিত। কেউ লিখেছেন, ‘এই প্রজন্মের অন্যতম দুই তারকা। কিন্তু দুজনেই কত সাধারণ। এমন দৃশ্য দেখে মন ভালো হয়ে গেল।’

১৫ দিনের ভারত সফরে এড শিরান এরই মধ্যে কলকাতা, পুনে, হায়দরাবাদ, চেন্নাইয়ে পারফর্ম করেছেন। শিলং ও দিল্লিতে পারফর্ম করার কথা রয়েছে তাঁর।