শাহরুখের সিনেমার গানে ডুয়া লিপার নাচের ভিডিও ভাইরাল

ডুয়া লিপাইনস্টাগ্রাম থেকে

বলিউড তারকা শাহরুখ খানের ঠোঁট থেকে দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়েছিল গানটি। নব্বইয়ের দশকের শেষভাগে মুক্তিপাপ্ত ‘বাদশাহ’ সিনেমায় সংগীতশিল্পী অভিজিতের গাওয়া ‘উয়ো লাড়কি জো’ গানের সঙ্গে শাহরুখের নাম জড়িয়ে আছে। গানটিতে ‘লিপ সিং’ করেছিলেন বলিউড বাদশাহ।

উপমহাদেশের শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয় গানটিতে নাচলেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা। রোববার সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে বিশ্বাস করতে পারছিলেন না, আদতেই ডুয়া লিপা শাহরুখের সিনেমার গানে নেচেছেন, নাকি ডুয়া লিপার আবহ সংগীতে গানটি জুড়ে দেওয়া হয়েছে?

এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমসসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম লিখেছে, আসলেই গানটিতে নেচেছেন ডুয়া লিপা। এটি গতকাল তাঁর মুম্বাইয়ের কনসার্টের ভিডিও। নাচের ভিডিওটি শাহরুখ খানের মেয়ে সুহানা খানও ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছেন।

এক ভক্ত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এরপর দ্রুত সেটি ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে, ডুয়া লিপার ‘লেভিটেটিং’ গানের সঙ্গে ‘বাদশাহ’র ‘উয়ো লাড়কি জো’র একটি ম্যাশআপ (দুই বা ততোধিক গানের মিশ্রণ) তৈরি করেছিলেন ডুয়ার এক অনুরাগী। মূলত সেই ম্যাশআপেই মঞ্চে নাচতে দেখা গেছে তাঁকে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই ডুয়ার প্রশংসা করছেন শাহরুখ খানের অনুরাগীরা। পুরানো ম্যাশআপে ডুয়া নাচবেন, এটা অনেকে কল্পনাও করতে পারেননি। কল্পনাকেও বাস্তবে রূপ দিয়েছেন এই পপ তারকা।

এর আগে ২০১৯ সালে শাহরুখ খানের সঙ্গে দেখা হয়েছিল ডুয়া লিপার। তাঁর পছন্দের অভিনয়শিল্পীদের একজন শাহরুখ খান।

আরও পড়ুন