ফিরলেন ‘সুনীল-বরুণা’ গানের সেই মাহাদী

মাহাদীশিল্পীর সৌজন্যে

‘যদি পারি কুসুমের গন্ধ হয়ে থাকব সুবাসে, বৃষ্টি ভেজা বাতাস হয়ে ছড়াব চারপাশে’, লাইনগুলো ‘কত কাছে তোমার’ গানের। আসিফ ইকবালের কথা ও ইমন চৌধুরীর সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহাদী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গানটি প্রকাশ পেয়েছে গানচিল মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও চিত্রেও দেখা গেছে এ গায়ককে।

নতুন এ গান নিয়ে প্রথম আলোকে মাহাদী বলেন, ‘এটি একটি সফট মেলোডি ঘরানার গান। আসিফ ভাইয়ের লেখা বরাবরই সুন্দর, এর সঙ্গে ইমন চৌধুরী মিষ্টি একটা সুর করল। ক্ল্যাসিক না হলেও এর আবহ এমনই। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
মাহাদী আরও বলেন, ‘আমি সব সময় বেছে বেছে কাজ করেছি, তবে গত কয়েক বছর কর্মব্যস্ততায় খুব বেশি গান আসেনি আমার। তবে এবার থেকে শ্রোতারা নিয়মিত গান পাবেন। আরও কয়েকটি গান তৈরি হচ্ছে।’

মাহাদী
শিল্পীর সৌজন্যে

২০০৭ সালে আসিফ ইকবালের কথা ও প্রিন্স মাহমুদের সুরে মাহাদীর ‘বন্দনা’ অ্যালবামটি বাংলা গানের অন্যতম সফল অ্যালবাম। সুনীল-বরুণা গান এখনো সব ধরনের শ্রোতাদের পছন্দের গান হয়েই টিকে আছে।

আসিফ ইকবাল
ছবি : প্রথম আলো

এরপর ২০০৯–এ প্রকাশ পায় মাহাদীর ডুয়েট অ্যালবাম ‘অন্তহীন’, ২০১১ সালে একক অ্যালবাম ‘অন্যরকম’ ও ২০১৪ সালে ডুয়েট অ্যালবাম ‘চল অন্তহীন’ প্রকাশ পায়। সবশেষ আসিফ ইকবালের লেখা ও মিনার রহমানের সুরে মাহাদীর ‘কেউ বুঝে তো কেউ বুঝে না’ গান প্রশংসা কুড়িয়েছে।