প্রতুল মুখোপাধ্যায়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের জানা–অজানা গল্প
সাধারণ মানুষের জন্য গান করতেন তিনি। শৈশব থেকে জীবনের শেষ গান পর্যন্ত নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে গান করে গেছেন। সংগীতকে ভালোবেসে নিজেকে উজাড় করেছেন গানে। একের পর এক মানুষের কাছ থেকে শিখেছেন জীবনবোধের শিক্ষা, সেগুলো তুলে ধরেছেন গানে। সেই সংগীতশিল্পীর প্রয়াণে শোকবিহ্বল দুই বাংলার শ্রোতারা। আজ শনিবার থেমে গেল প্রতুল মুখোপাধ্যায়ের দীর্ঘ পথচলা। ছবিতে দেখে নিতে পারেন প্রতুল মুখোপাধ্যায়ের ৮৩ বছর।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০